তৃণমূল নেতার বাড়ির লোককে দেখেই তেড়ে গেল গ্রামবাসীরা, রাগে ফুঁসছে বেড়মজুর

তৃণমূল নেতার বাড়ির লোককে দেখেই তেড়ে গেল গ্রামবাসীরা, রাগে ফুঁসছে বেড়মজুর

villagers

সন্দেশখালি: আশান্তির আগুনে পুড়ছে সন্দেশখালি৷ শুক্রবারের পর শনিবারও উত্তেজনা ছড়াল সন্দেশখালির বেড়মজুরে৷ তৃণমূল নেতার পরিবারের লোকজনকে দেখেই তেড়ে গেলেন গ্রামবাসীরা। একের পর এক অভিযোগে ফুঁসছে গোটা গ্রাম। পুলিশের আশ্বাসেও আশ্বস্ত হতে পারছেন না গ্রামবাসীরা৷ এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার নিজে এলাকায় টহল দিচ্ছেন। তারপরেও শান্ত হচ্ছে না সন্দেশখালি৷ শনিবার সকালে তৃণমূল নেতা বিনয় সর্দারের পরিবারকে দেখতে পেয়েই তেড়েফুড়ে ওঠে গ্রামের মানুষ৷ হালদারপাড়ায় রীতিমতো জনরোষের মুখে পড়তে হয় তৃণমূল নেতা বিনয় সর্দারের পরিবারকে। ক্যাম্প অফিসে বিনয় সরদারদের সঙ্গে জমি বিবাদের অভিযোগ জানাতে গিয়েছিলেন গ্রামবাসীরা। সেখানে ছিলেন বিনয়ের বাবা ও ভাই। তাঁদের সামনে পেয়েই চড়াও হন স্থানীয়েরা৷ এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে৷ এলাকা অশান্ত হতেই ছুটে আসেন সুপ্রতিম সরকার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 8 =