জট কাটিয়ে মুক্তির পথে নগরকীর্তন

কলকাতা: মুক্তির পথে ‘নগরকীর্তন’৷ অবশেষে কাটল আইনি জটিলতা ৷ জটিলতা কাটিয়ে মুক্তির তারিখ পেল ‘নগরকীর্তন’ ৷ আগামী শুক্রবার ২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘নগরকীর্তন’ ৷ প্রাথমিকভাবে আজ শুক্রবার ‘নগরকীর্তন’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল৷ কিন্তু, প্রচার সংক্রান্ত কিছু বিষয় এবং ছবির কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি উঠেছিল

জট কাটিয়ে মুক্তির পথে নগরকীর্তন

কলকাতা: মুক্তির পথে ‘নগরকীর্তন’৷ অবশেষে কাটল আইনি জটিলতা ৷ জটিলতা কাটিয়ে মুক্তির তারিখ পেল ‘নগরকীর্তন’ ৷ আগামী শুক্রবার ২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘নগরকীর্তন’ ৷

প্রাথমিকভাবে আজ শুক্রবার ‘নগরকীর্তন’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল৷ কিন্তু, প্রচার সংক্রান্ত কিছু বিষয় এবং ছবির কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি উঠেছিল ৷ যার জেরে আজ শুক্রবার আলিপুর আদালতের দারস্থ হতে হয়েছিল পরিচালকে ৷ ফলে ছবির মুক্তি নিয়ে সমস্যা তৈরী হয়েছিল৷তাই পিছিয়ে গেল ছবির মুক্তির সময়৷ তবে, সব সমস্যা কাটিয়ে আগামী শুক্রবারই মুক্তি পেতে চলেছে নগরকীর্তন৷ ‘নগরকীর্তন’ ছবির ট্রেলারেই কৌতুহল বাড়িয়ে দিয়েছিল দর্শকদের মনে৷

ছবিতে এক বাঁশিওয়ালা ও এক রূপান্তরকামীর প্রেমের গল্পই উঠে এসেছে ৷ এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও ঋদ্ধি সেন৷  ছবি মুক্তির আগেই অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন, অভিনেতা ঋদ্ধি সেন ৷ আর তারপর থেকেই এই ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে৷ তবে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘এই ছবি একেবারেই অন্যরকম এক ধরণের প্রেমের গল্প বলবে ৷ তবে, ছবির টিম কখনই ‘নগরকীর্তন’কে সমকামী প্রেমের গল্প হিসেবে তুলে ধরতে চাইছেন না ৷ বরং এই ছবি এক বাঁশিওয়ালা ও এক রূপান্তরকামী মানুষের প্রেমের গল্প৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − one =