কপালে তিলক কেটে ইস্কনের মন্দিরে শিল্পা

মুম্বই: মা-বোন-ছেলের সঙ্গে ইস্কনের মন্দিরে রামনবমী পালন করলেন শিল্পা শেট্টি৷ হলুদ রঙের সিল্কের শাড়িতে সকলের নজর কেড়ে নেন এই অভিনেত্রী৷ বয়স বাড়লেও শিল্পার গ্ল্যামারে ভাটা পড়েনি মোটেই৷ মঙ্গলবার সেই ছবিই ধরা দিল আরও একবার৷ এদিন শিল্পার সঙ্গে আছেন বোন শমিতা, ছেলে ভিয়ান, মা সুনন্দা৷ সনাতনী সাজে মিষ্টি দেখাচ্ছিল ভিয়ানকেও৷ নিষ্ঠা সহকারে রামনবমীর পুজো সারলেন তাঁরা৷

কপালে তিলক কেটে ইস্কনের মন্দিরে শিল্পা

মুম্বই: মা-বোন-ছেলের সঙ্গে ইস্কনের মন্দিরে রামনবমী পালন করলেন শিল্পা শেট্টি৷ হলুদ রঙের সিল্কের শাড়িতে সকলের নজর কেড়ে নেন এই অভিনেত্রী৷ বয়স বাড়লেও শিল্পার গ্ল্যামারে ভাটা পড়েনি মোটেই৷ মঙ্গলবার সেই ছবিই ধরা দিল আরও একবার৷

কপালে তিলক কেটে ইস্কনের মন্দিরে শিল্পাএদিন শিল্পার সঙ্গে আছেন বোন শমিতা, ছেলে ভিয়ান, মা সুনন্দা৷ সনাতনী সাজে মিষ্টি দেখাচ্ছিল ভিয়ানকেও৷ নিষ্ঠা সহকারে রামনবমীর পুজো সারলেন তাঁরা৷ কপালে তিলক কেটে কৃষ্ণ মূর্তিতে দুধ দিয়ে স্নানও করান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 11 =