এবার আপনার ঘরে পৌঁছে যাবে রোবট বউ

কলকাতা: আমাদের ধারণায় বাড়ির বউ মানেই ঘরকন্নার কাজ, রান্নাবান্নার কাজ, পূজো পাঠ সবেতেই পটু হতে হবে। এককথায় বলতে গেলে জুতো সেলাই থেকে চন্ডিপাঠ সবই জানতে হবে, না হলে আর ঘরের বউ হল কী করে। মনে হচ্ছে যেন রোবট। কিন্তু হ্যাঁ এখন লক্ষ্মিমন্ত বউয়ের সং বদলেছে। বাড়ির বউরা এখন অফিসকাছারিও করে। আঁচলের গোছায় চাবি বেঁধে সংসার

এবার আপনার ঘরে পৌঁছে যাবে রোবট বউ

কলকাতা: আমাদের ধারণায় বাড়ির বউ মানেই ঘরকন্নার কাজ, রান্নাবান্নার কাজ, পূজো পাঠ সবেতেই পটু হতে হবে। এককথায় বলতে গেলে জুতো সেলাই থেকে চন্ডিপাঠ সবই জানতে হবে, না হলে আর ঘরের বউ হল কী করে। মনে হচ্ছে যেন রোবট। কিন্তু হ্যাঁ এখন লক্ষ্মিমন্ত বউয়ের সং বদলেছে। বাড়ির বউরা এখন অফিসকাছারিও করে।

আঁচলের গোছায় চাবি বেঁধে সংসার সামলানোর দৃশ্য এখন অতীত। আচ্ছা সত্যিই যদি কোনো রোবট বউ বাড়ির সব কাজ সামলাতো তাহলে কেমন হত। ভেবেছেন কখনো এমন কথা। না ভাবলেও দেখতে পাবেন খুব শিগগিরি। স্টার জলসার সৌজন্যে টেলিভিশনে আসতে চলেছে এমনই এক ধারাবাহিক কলের বউ। আদ্যপান্ত কমেডি ঘরানার ধারাবাহিক। যার মূল চরিত্রে রয়েছেন তৃণা সাহা এবং রোহন ভট্টাচার্য। তৃণাকে এই ধারাবাহিকে দেখা যাবে রোবট বউয়ের ভূমিকায়। প্রসঙ্গত এই প্রথম এই ধরনের কোনও বিষয়বস্তু নিয়ে বাংলা ধারাবাহিক হতে চলেছে। আর এবার কলের বউ নিয়ে যে দর্শকরা আনন্দে মাতবেন তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − five =