সন্দেশখালিই কি ডোবাবে তৃণমূলকে? বাংলায় বিজেপি’র ভবিষ্যৎ কী? ভবিষ্যদ্বাণী পিকে’র

সন্দেশখালিই কি ডোবাবে তৃণমূলকে? বাংলায় বিজেপি’র ভবিষ্যৎ কী? ভবিষ্যদ্বাণী পিকে’র

47b8e0656fae61799cd67269d6155276

 কলকাতা: সামনেই লোকসভা ভোট৷ এদিকে জ্বলছে সন্দেশখালি৷ কতটা প্রভাব পড়বে শাসক দলের উপর? ভবিষ্যদ্বাণী করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর৷  তাঁর, দাবি ২০১৯-এর মতো এবারও লোকসভা ভোটে বাংলায় ভাল ফল করবে বিজেপি। গত লোকসভা ভোটের চেয়ে আসন কমার কোনও সম্ভাবনা তিনি দেখছেন না৷ বরং সন্দেশখালির  ঘটনা বিরোধী শিবিরে অক্সিজেন যোগাবে বলেই প্রশান্তের মত।

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে তণমূলের অন্যতম ভোট কৌশলী ছিলেন এই প্রশান্ত কিশোর। লোকসভা ভোটের ধাক্কা সামলাতে প্রশান্তের পরামর্শে বিধানসভা নির্বাচনে লড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ সেই সময় অমিত শাহরা বাংলায় প্রচারে এসে দাবি করছিলেন দু’শ আসন পার করবে বিজেপি৷ কিন্তু, প্রশান্ত বলেছিলেন, বিজেপি পশ্চিমবঙ্গে একশ অতিক্রম করতে পারলে ভোটে পরামর্শ দেওয়ার কাজ ছেড়ে দেবেন। ফল ঘোষণার পর দেখা যায়, ৭৭-এই থেমে গিয়েছে বিজেপি’র রথ৷

কিন্তু এখন প্রশান্ত বলছেন, “বিধানসভা ভোটে বিজেপির ফলাফল দেখে লোকসভা হিসেব কষাটা ঠিক হবে না।” একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত যদিও বলেন, তিনি এই মুহূর্তে বাংলার বিষয়টি সরাসরি দেখছেন না। তবে সন্দেশখালির মতো ঘটনায় যে শাসক দলের ক্ষতিই হয়, তা প্রায় নিশ্চিত। তবে সন্দেশখালির মতো ঘটনা ঘটুক বা না ঘটুক বালায় বিজেপি বাড়ছে এবং এটাই বাস্তব৷ 

প্রশান্ত আরও বলেন, ‘‘বিজেপি এখন বাংলায় তার ঘাঁটি অনেকটাই মজবুত করে ফেলেছে। গত ১২-১৩ বছর সরকারে থাকা তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতাও বাড়ছে৷ এতে তৃণমূলের পক্ষে জমি ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *