temperature
কলকাতা: বসন্তের শুরু আর শীত বিদায়ের সন্ধিক্ষণে বঙ্গজুড়ে বৃষ্টির ‘কাঁটা’। এরই মধ্যে নতুন করে নামল পারদ৷ গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির হয়েছে৷ সোমবারও একই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আলিপুর জানাচ্ছে, সোমবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে৷ বুধবারও হালকা বৃষ্টি হবে জেলা জেলায়৷ তবে মঙ্গলবার সব জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই৷ বৃষ্টি হতে পারে পশ্চিমের পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বুধবারের পর থেকে আবহাওয়া শুকনো থাকবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস।
উত্তরবঙ্গে সে ভাবে বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এদিকে, রবিবারের চেয়ে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে৷ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।