পরমাণু হামলার মহড়া রাশিয়ার! পর্যবেক্ষণে স্বয়ং পুতিন

পরমাণু হামলার মহড়া রাশিয়ার! পর্যবেক্ষণে স্বয়ং পুতিন

মস্কো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার তো কোনও লক্ষণ নেইই, উলটে পরমাণু হামলার আশঙ্কা উস্কে দিল খোদ ভ্লাদিমির পুতিনের দেশ। কারণ জানা গিয়েছে, ইতিমধ্যেই পরমাণু হামলার মহড়া দিতে শুরু করেছে রাশিয়া। টিভিতে সেই মহড়া পর্যবেক্ষণ করেছেন খোদ দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার এক সরকারি সংবাদ সংস্থার তরফ থেকে এমনটাই জানান হয়েছে। তাই বিশ্বে যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন- সিত্রাং বিদায়ে ফের অশনি সঙ্কেত! আসছে আরও একটি ঘূর্ণিঝড়, সতর্ক করল আবহাওয়া দফতর

সূত্রের খবর, রাশিয়ার ‘নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স’ সম্প্রতি এই মহড়া দিয়েছে। ইউক্রেনে যুদ্ধ ঘোষণার পর এই প্রথম তারা মহড়া দিল। তাই অবশ্যভাবে পরমাণু হামলা হতে পারে, এমন একটা আশঙ্কার কালো মেঘ রাতারাতি ছড়িয়ে পড়েছে। আগেই একাধিক পশ্চিমি সংবাদমাধ্যম দাবি করেছিল যে, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো এবং ইউক্রেনের ওপর চাপ বাড়াতে পুতিন বাহিনী পরমাণু হামলার পথে হাঁটতে পারে। সেই আশঙ্কাই সত্যি হচ্ছে কিনা এখন সেটাই প্রশ্ন। সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশ সন্দেহ করছিল যে রাশিয়া এমন একটা পদক্ষেপ নিতে পারে। এখন সেই আশঙ্কাই ক্রমশ জোরাল হচ্ছে।

এদিকে রাশিয়া অভিযোগ তুলেছে যে, তাদের ওপর ‘ডার্টি বম্ব’ ব্যবহার করতে পারে ইউক্রেন। এই নিয়ে ভারতের সঙ্গে সরাসরি কথা বলেছে রাশিয়া। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই শোইগু। যদিও আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিক দুই দেশ, এমন বার্তা আবার দিয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *