sukanta majumdar
কলকাতা: সন্দেশখালির ঘটনার প্রতিবাদে কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসার কর্মসূচি নিয়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ কিন্তু পুলিশ তাঁদের সেই অনুমতি দেয়নি৷ কর্মসূচি সফল করতে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর৷
সন্দেশখালির ঘটনার প্রতিবাদে কলকাতায় টানা তিন দিন ধর্না কর্মসূচি পালন করার পরিকল্পনা নিয়েছে দল। যেই কর্মসূচির নেতৃত্বে থাকবেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে ধর্না চালাবে বিজেপি৷