পুতিন ইউক্রেনে পরমাণু হামলা চালালে কয়েক ঘণ্টায় মৃত্যু হবে ৩৪ মিলিয়ন মানুষের

পুতিন ইউক্রেনে পরমাণু হামলা চালালে কয়েক ঘণ্টায় মৃত্যু হবে ৩৪ মিলিয়ন মানুষের

কলকাতা:  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আট মাস অতিক্রান্ত। এখনও দাউ দাউ করে জ্বলছে যুদ্ধের আগুন৷ ভারত-সহ বিশ্বের একাধিক দেশ শান্তির বার্তা দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছে উভয় দেশের কাছে। কিন্তু, নিজের অবস্থানে অনড় রশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ যুদ্ধ বন্ধের কোনও লক্ষণ তো নেই-ই৷ উল্টে তাঁর পদক্ষেপে স্তম্ভিত আন্তর্জাতিক মহল৷ সম্প্রতি ‘কৌশলগত পারমাণবিক শক্তি’র মহড়া প্রত্যক্ষ করেন পুতিন। যেখানে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়৷ এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছেন বিশেষজ্ঞরা৷ তাঁরা জানাচ্ছেন, রাশিয়া যদি ইউক্রেনের উপর পারমাণু হামলা করে, তাহলে মাত্র পাঁচ ঘন্টার মধ্যে ৩৪ মিলিয়ন ইউক্রেনীয় নিশ্চিহ্ন হয়ে যাবে৷

আরও পড়ুন- পরমাণু হামলার মহড়া রাশিয়ার! পর্যবেক্ষণে স্বয়ং পুতিন

পারমাণবিক হামলার সতর্কতার মধ্যে পুতিনের এই পদক্ষেপে হতবাক বিশ্ব। তাঁর এই পদক্ষেপকে গুরুতর হুমকি ধরে নিয়েই পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে রাশিয়াকে আরও এক দফা সতর্ক করেছে আমেরিকা৷ পরমাণু হামলা হলে তা গুরুতর ভুল হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। বাইডেন সতর্ক করে আগেই বলেছেন, “রাশিয়া যদি ইউক্রেনের উপর কোনও ‘চরম পদক্ষেপ’ নেয়, তবে তা যুদ্ধের অভিমুখকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এবং এর ফলে যে পরিণতি হবে, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাতকেও ছাপিয়ে যাবে।” 

এদিকে, প্রোগ্রাম অন সায়েন্স অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি (SGS) -র অধীনে প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষকরা ২০১৭ সালে একটি সিমুলেশন প্রকাশ করেছিলেন। যেখানে ইউক্রেনের যুদ্ধ পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করা হয়৷ 

ডক্টর অ্যালেক্স গ্লেসার, নিউজউইক-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “ঠান্ডা যুদ্ধের সমাপ্তির পর থেকে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পারমাণবিক শক্তিবৃদ্ধি সবচেয়ে গুরুতর সংকট৷ পারমাণবিক শক্তির বাস্তবসম্মত ডেটা ব্যবহার করে তাঁদের  ভবিষ্যদ্বাণী, পরমাণু হামলা হলে কয়েক ঘণ্টার মধ্যে ৩৪.১ মিলিয়ন মানুষের মৃত্যু হবে৷ আহতের সংখ্যা ৫৫.৯ মিলিয়ন পর্যন্ত হতে পারে৷ তবে এই পরিসংখ্যানে পরমাণু হামলার পরবর্তী মৃত্যুর পরিসংখ্যান অন্তর্ভুক্ত করা হয়নি।
 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাশিয়া তার পারমাণবিক শক্তির কূটকৌশল আরও জোরদার করছে। এখানে বলে রাখা জরুরি যে, রাশিয়ার হাতে বিশ্বের সবচেয়ে সক্রিয় পারমাণবিক বোমা বা ওয়ারহেড রয়েছে। এখন পশ্চিমী দেশগুলোর আশঙ্কা, রাশিয়া যে কোনও সময় ইউক্রেনের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে। প্রেসিডেন্ট পুতিন আগেই ঘোষণা করেছেন যে, তিনি তার দেশ রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না।