sandeshkhali women
কলকাতা: পুলিশের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগ ভূরি ভূরি৷ একের পর এক অভিযোগ শোনার পর কলকাতা হাই কোর্টের বক্তব্য, সন্দেশখালির নির্যাতিতা মহিলারা চাইলে পুলিশের কাছে না গিয়ে জেলার আইনি সহায়তা কেন্দ্রেও তাঁদের অভিযোগ জানাতে পারেন। সেই অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ করা হবে।
সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ছিল সন্দেশখালির একাধিক মামলার শুনানি৷ বিজেপির আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল আদালতে জানান, সন্দেশখালিতে নির্যাতিতা মহিলাদের অভিযোগ শুনছে না পুলিশ। উল্টে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। দিনের পর দিন এমন হতে থাকলে, নির্যাতিতারা কোনও দিনই সুবিচার পাবেন না। প্রিয়াঙ্কার অভিযোগ শোনার পর উচ্চ আদালত জানায়ন, নির্যাতিতারা তাইলে জেলার আইনি সহায়তা কেন্দ্রে গিয়ে তাঁদের অভিযোগ জানাতে পারেন। সেখানে তাঁদের পরিচয় গোপন রাখা হবে।