shahjahan sheikh
কলকাতা: সন্দেশখালির পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল পুলিশ। গৌর দাস নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই এফআইআর বলে পুলিশ সূত্রে খবর৷
নতুন এফআইআরে শাহজাহানের বিরুদ্ধে ৮০ হাজার টাকা লুট করার অভিযোগ আনা হয়েছে৷ এ ছাড়াও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে সন্দেশখালির ‘বাঘ’ এর বিরুদ্ধে। তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে বসিরহাট জেলা পুলিশ। এদিকে, সোমবারই কলকাতা হাই কোর্ট জানিয়েছে, শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনও বাধা নেই রাজ্য পুলিশের। আদালত এরকম কোনও স্থগিতাদেশ দেয়নি। এর পরেই নতুন করে এফআইআর দায়ের করা হয় শাহজাহানের বিরুদ্ধে৷