নয়াদিল্লি: ইলেকট্রিক গাড়ি কেনার সাধ অনেকের থাকে। কিন্তু মাঝে বাধা হয়ে দাঁড়ায় সাধ্য। তাই তো, সাধারণ মানুষ কখনও ইলেকট্রিক গাড়ি কেনার কথা ভাবতে পারেনি। কিন্তু ক্রমশ প্রযুক্তির উন্নতি হচ্ছে। যার ফলে ইলেট্রিক জিনিসের দাম আগের থেকে কমতে শুরু করেছে। যার সঙ্গে যোগ হয়েছে ইলেকট্রিক গাড়ি। ফলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণের একটা সুযোগ দেখা দিয়েছে।
জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ১০ লক্ষের নীচে একাধিক ইলেকট্রিক গাড়ি বাজারে আসতে চলেছে। মনে করা হচ্ছে, এক ধাক্কায় দামটা অনেক কম হওয়ার কারণে, এই গাড়িগুলো খুব তাড়াতাড়ি দেশবাসীর মন জয় করতে পারবে। ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ির প্রতিযোগিতায় টাটা মোটরস অনেকটা এগিয়ে গিয়েছে। তবে পিছিয়ে নেই অন্যান্য সংস্থাগুলো। মারুতি সুজুকি, মহিন্দ্রার মতো সংস্থাগুলো ইলেকট্রিক গাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছে।
ভারতীয় বাজারে আগেই জনপ্রিয়তা অর্জন করেছে টাটার হ্যাচব্যাক টিয়াগো। ইতিমধ্যে এই গাড়ির ইলেট্রিক ভার্সন লঞ্চ করার পরিকল্পনা করেছে টাটা মোটরস। ইতিমধ্যে এই গাড়ি লঞ্চের ঘোষণা করেছে সংস্থাটি। মনে করা হচ্ছে, এই গাড়িটির দাম ছয় লক্ষ টাকার আশেপাশে থাকবে।
ওলা ইলেট্রিকের তরফে জানানো হয়েছে, ২০২৩ -২০২৪ সালের মধ্যে ভারতে ইলেট্রিক গাড়ি লঞ্চ করা হবে। ইতিমধ্যে গাড়ির পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তবে এখনও সংস্থার তরফে এই ইলেট্রিক গাড়ির কোনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনেনি।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে অটো এক্সপো ইভেন্টে কিইউভি ১০০ মডেলের ইলেকট্রিক ভার্সন প্রকাশ্যে আনে মহিন্দ্রা। তবে সাধারণ মানুষ কবে বাজা থেকে এই গাড়ি কিনতে পারবে, সেই বিষয়ে কোনও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।