মুম্বই: ইতিমধ্যে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বাড়িয়েছে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক। এবার সেই তালিকায় এল বন্ধন ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের ওপর সুদের হার ৫০টি বেসিস পয়েন্টের ওপর বন্ধন ব্যাঙ্ক সুদের বৃদ্ধি করেছে। এর আগে ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বৃদ্ধি করেছে।
বন্ধন ব্যাঙ্ক অতিরিক্ত সুদ প্রদানকারী ব্যাঙ্ক হিসেবে পরিচিত। অন্যান্য ব্যাঙ্কের তুলনায় বন্ধন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত সুদ দিত। এখন সেই সুদের পরিমাণ আরও বেড়ে যাওয়ায় খুশি গ্রাহকরা। জানা গিয়েছে, ৫০টি বেসিস পয়েন্টের ওপর নির্ভর করে সুদের হার বাড়ানো হচ্ছে। বন্ধন ব্যাঙ্কে বর্তমানে দুই কোটি টাকার ওপর যাদের ফিক্সড ডিপোজিট রয়েছে, তাদের সুদের হার বাড়ানো হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ৫০টি বেসিস পয়েন্টে সুদের হার বাড়ানো হয়। এছাড়াও যে সমস্ত ফিক্সড ডিপোজিট স্কিম দুই বছরের জন্য, সে সব ক্ষেত্রেও সুদের হার বাডড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।
৭-৩০দিনের জন্য সুদের হার ৩ শতাংশ। ৩১-১৮০ দিনের এফডির জন্য সুদের হার ৩.৫০ শতাংশ। ১৮০ দিন থেকে এক বছরের জন্য সুদের হার ৪.৫ শতাংশ। এক বছর থেকে এক বছর ছয় মাসের জন্য সুদের হার ৫.৭৫ শতাংশ । এই সুদের হার সাধারণ নাগরিকদের জন্য। দেশের প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার আলাদা। সাত দিন থেকে ১০ বছরের জন্য প্রবীণ নারিকদের যে স্কিম রয়েছে, তাতে সুদের হার ৩.৭৫ থেকে ৬.৩০ শতাংশ।