সাত দিনের মধ্যে নিয়োগ শুরু না হলে আত্মহত্যা! চরম হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদের

সাত দিনের মধ্যে নিয়োগ শুরু না হলে আত্মহত্যা! চরম হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদের

c15b9df5376d27a4e77ab81c07f6e6fc

কলকাতা: হকের চাকরির দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে ১১০০ দিন ধরে লড়াই করে চলেছেন তাঁরা। এবার যেন দেওয়ালে পিঠ ঠেকেছে৷ অবশেষ সোমবার দুপুরে চরম হুঁশিয়ারি দিলেন নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের ‘এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ’-এর সদস্যরা৷ জানালেন, আগামী সাত দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে তাঁরা  আত্মহত্যার পথ বেছে নেবেন৷ ‘এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চে’র রাজ্য কোঅর্ডিনেটর সাংবাদিক বৈঠক করে সুদীপ মণ্ডল বলেন, ‘‘সরকারের সঙ্গে একের পর এক বৈঠক হচ্ছে। কিন্তু কোনও সমাধান বেরোচ্ছে না। লোকসভা ভোটের আগেই আমদের স্কুলে নিয়োগ দিতে হবে৷ দ্রুত কাউন্সেলিং করতে হবে। আর কয়েক দিন পরেই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে। তখন আদর্শ আচরণবিধির অজুহাত দিলে হবে না। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। তাই আমাদের নিয়োগ আদর্শ আচরণবিধির মধ্যে পড়বে না।’’  মঞ্চের সভাপতি মইদুল ইসলাম সাফ জানান, সাত দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হবেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *