তৃণমূল করলে মানুষকে বঞ্চিত করা যাবে না, সাফ জানালেন মমতা

তৃণমূল করলে মানুষকে বঞ্চিত করা যাবে না, সাফ জানালেন মমতা

a88ca94f35568418e0ee28c76a9fbcbd

কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ লোকসভা ভোটের আগে এটাই রাজ্যের শাসক শিবিরের হাতে বড় অস্ত্র৷  এবার নিজের দলের কর্মীদেরও হুঁশিয়ার করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ হুঁশিয়ারি, তৃণমূল করলে মানুষকে বঞ্চনা করা যাবে না। তাঁর দাওয়াই, নিজেকে ‘বড়’ মনে করে মানুষের কাজকেই অগ্রাধিকার দিতে হবে৷ কারণ মানুষই তাঁদের নির্বাচনে জিতিয়েছে৷ পুরুলিয়ার সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে দলীয় কর্মীদের বার্তা মমতার।

এদিনের মমতা বলেন, ‘‘মনে রাখবেন, আমরা সকলে ছোট। মানুষ বড়। মানুষ ছুড়ে ফেলে দিলে কেউ তাকিয়ে দেখবে না৷ কেউ দেখবে না, আমি বড় না ও বড়।’ সভায় উপস্থিত পঞ্চায়েত, জেলা কর্মীদের উদ্দেশে মমতা বলেন, ‘‘আমার সঙ্গে যাঁরা দল করছেন, তাঁরা এই কথাটা সব সময় মনে রাখবেন। এই কথাটা বিশ্বাস করতে না পারলে  ঘরে ফিরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন। কোনও আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করলে মানুষকে কোনও ভাবে বঞ্চিত করা যাবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *