FD-তে পেতে পারেন ৮.৫১ শতাংশ সুদ, জেনে নিন কোথায়, কীভাবে

FD-তে পেতে পারেন ৮.৫১ শতাংশ সুদ, জেনে নিন কোথায়, কীভাবে

3 stocks recomended

নয়াদিল্লি:  এখনও পর্যন্ত মধ্যবিত্তের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ফিক্সড ডিপোজিট। সেই ফিক্সড ডিপোজিটের সুদের হারের ওপর দেশবাসী নজর রাখে। 

বিভিন্ন বিনিয়োগের মাধ্যমগুলো এখনও সাধারণ মানুষ বিস্তারিতভাবে জানেন না। এছাড়াও বেসরকারি সংস্থায় বিনিয়োগ করলে বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের ঝুঁকি থেকেই যায়। সাধারণ নাগরিক থেকে দেশের প্রবীণ নাগরিরকরা কষ্টের অর্থ এতটা ঝুঁকিতে রাখতে চাননা। সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের ওপর অনেকটাই ভরসা করেন সাধারণ মানুষ। সম্প্রতি বেশ কয়েকটি রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ বাড়িয়েছে। 

কিন্তু এবার একটি সরকারি সংস্থা ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বাড়াচ্ছে বলে জানা গিয়েছে। তামিলনাড়ু ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট ফাইনান্স কর্পোরেশন লিমিটেড বা TTFDC-তে ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটাই বেশি। তারমধ্যে সেখানে সুদের হার বাড়ানো হয়েছে। সাধারণ নাগরিদের জন্য এখানে সর্বোচ্চ সুদের হার ৮.২৪ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য এখানে সুদের হার ৮.৭৭ শতাংশ। 

জানা যায় এই সংস্থার ফিক্সড ডিপোজিটের দুটো স্কিম রয়েছে। একটির নাম পিরিয়ড ইন্টারেস্ট পেমেন্ট স্কিম। অন্যটির নাম মাল্টিপ্লেয়ার স্কিম। দুটো স্কিমেই সুদের  পরিমাণ অনেকটা বেশি। পিরিয়জ ইন্টারেস্ট পেমেন্ট স্কিমে মাসি ৭.৭৫ শতাংশ ত্রৈমাসিকে সুদ পাওয়া যায় ৭.৫ শতাংশ। বার্ষিক ৭.৯৮ শতাংশ সুদ পাওয়া যায়। অন্যদিকে প্রবীণ নাগরিকরা এই স্কিমের ক্ষেত্রে সুদ পান ৮.২৫ থেকে ৮.৫১ শতাংশ। এই স্কিমটি ৫০ হাজার টাকার ৩৬ থেকে ৪৮ মাসের জন্য প্রযোজ্য। 

অন্যদিকে, মানি মাল্টি প্লেয়ার স্কিমে চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়। এক্ষেত্রে ৫০ হাজার টাকার ১২ মাসের সুদের হার ৭ শতাংশ। বার্ষিক হিসেবে এটাই সুদের হার। এখানে সময় যত বাড়বে সুদের হারও তত বাড়বে।                                                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *