KK: মৃত্যুর আগের ২৫ মিনিট হোটেলে কী হয়েছিল? ধন্দ বাড়ছে পুলিশের

KK: মৃত্যুর আগের ২৫ মিনিট হোটেলে কী হয়েছিল? ধন্দ বাড়ছে পুলিশের

কলকাতা: গায়ক কেকে’র মৃত্যু নিয়ে জটিলতা যেন আরও আরও বাড়ছে। মঙ্গলবার নজরুল মঞ্চে শো শেষ করার পর তিনি সোজা চলে যান ধর্মতলার বিলাসবহুল হোটেলে। জানা গিয়েছে, লিফটে ওঠার পর তিনি ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়েন। ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান, পর হাসপাতালে আনা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু পুলিশ এবং ময়নাতদন্তকারী চিকিৎসকদের ধারণা থেকে ধরা পড়ছে অন্য জিনিস। অনুমান, কেকে নিজে প্রচুর ওষুধ খেতেন ডাক্তার না দেখিয়েই। এমনকি মৃত্যুর আগে হোটেলে শেষ ২৫ মিনিট কী হয়েছিল তা নিয়েও ধোঁয়াশা।

আরও পড়ুন- ধমনীতে ৭০% ব্লকেজ নিয়েই পারফর্ম, কেকে ছিলেন আদ্যন্ত পেশাদার

শো শেষ করে হোটেলে আসার পর প্রায় ২৫ মিনিট বাদে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সময়ের মধ্যেই তিনি সোফা থেকে পড়ে যান বলেই জানিয়েছেন কেকে’র ম্যানেজার। এমনকি ঘর থেকে রক্ত মাখা তোয়ালে উদ্ধার করা হয়েছে। কিন্তু এই ২৫ মিনিট আদতে কী হয়েছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আধিকারিকরা হোটেলে ঢুকে হোটেলের বেশ কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে ইতিমধ্যেই, ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। তাদের ধারণা, যা হওয়ার এই ২৫ মিনিটের মধ্যেই হয়েছে। অনেকের বক্তব্য, সোফা থেকে পড়ে যাওয়ার সময়ই হয়তো তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কিন্তু বোঝা যায়নি।

তাই এখনও একাধিক প্রশ্ন উঠে আসছে। ঘরের রহস্যের পাশাপাশি কেকে’র অনেক ওষুধ খাওয়া নিয়েও ধন্দ সকলের। আসলে গ্র্যান্ড হোটেলের তাঁর ঘর থেকে পাওয়া গিয়েছে একাধিক ওষুধ। কিন্তু কোনও প্রেসক্রিপশন পাওয়া যায়নি সেখান থেকে। তাই আরও বেশি করে জোরালো হচ্ছে এই ভাবনা। তাহলে কি নিজেই নিজের ডাক্তারি করতেন এই বিখ্যাত গায়ক?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =