ফের বাংলায় বলিউড গায়কের লাইভ শো, জুলাইয়ে কলকাতায় আসছেন সোনু নিগম

ফের বাংলায় বলিউড গায়কের লাইভ শো, জুলাইয়ে কলকাতায় আসছেন সোনু নিগম

কলকাতা: কেকের আকস্মিক মৃত্যুর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি কলকাতা। মঙ্গলবার রাতের কলকাতার নজরুল মঞ্চে লাইভ অনুষ্ঠানের পরেই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বলিউডের অন্যতম এই জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। তার এই আকস্মিক মৃত্যুতে ইতিমধ্যেই উঠেছে বিতর্ক, সমালোচনার ঝড়। অন্যদিকে কেকে মৃত্যুর পরপরই তার শেষ লাইভ পারফর্মেন্সের উদ্যোক্তাদের একাধিক গাফিলতির কথা প্রকাশ্যে এসেছে।  মাত্রাতিরিক্ত দর্শকের সমাগম, অডিটোরিয়ামের এসির ঠিকঠাক ভাবে কাজ না করার মতো একাধিক ঘটনাকেই কেকের এই আকস্মিক মৃত্যুর জন্য দায়ী করছেন শিল্পীর ভক্তদের একাংশ। এমতাবস্থায় অনেকেই মনে করছেন কলকাতা তথা বাংলায় আর কোন বলিউড শিল্পী এখনই হয়তো অনুষ্ঠান করতে রাজি হবেন না। কিন্তু তাদের সমস্ত চিন্তাভাবনাকে ভুল প্রমাণ করে দিলেন বলিউডের আরও এক জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার সোনু নিগম। জানা যাচ্ছে জুলাই মাসেই কলকাতায় লাইভ পারফরম্যান্স করতে আসছেন প্রখ্যাত এই বলিউড প্লেব্যাক সিঙ্গার। গায়কের সঙ্গে এই নিয়ে পাকাপাকিভাবে কথা হয়ে গিয়েছে অনুষ্ঠানের উদ্যোক্তাদের।

সোনু নিগমের এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের দাবি, প্রাথমিকভাবে গায়কের সঙ্গে সমস্ত কথাবার্তাই হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের শুরুতেই কলকাতায় গান গাইবেন সোনু নিগাম। তারা আরও জানিয়েছে কেকের আকস্মিক মৃত্যুর ঘটনাকে হাত করে অনেকেই রটাচ্ছেন যে বলিউড শিল্পীদের জন্য কলকাতা খুব একটা নিরাপদ নয়। ভবিষ্যতে হয়তো কোন বলিউডের গায়ক কিংবা শিল্পী কলকাতাতে আর অনুষ্ঠানই করতে চাইবেন না। কিন্তু খুব শীঘ্রই কলকাতা দেখিয়ে দেবে যে শিল্পীদের অনুষ্ঠান করার ক্ষেত্রে এই শহর কতটা নিরাপদ এবং সেইসঙ্গে কলকাতা শিল্পীদের তার যোগ্য সম্মান দিতে জানে।

উল্লেখ্য, কেকের অনুষ্ঠানের পরেই কলকাতার বুকে এসে গান গাওয়ার কথা ছিল বলিউডের প্রখ্যাত গায়িকা সুনিধি চৌহান এবং গায়ক জুবিন নটিয়ালের। কিন্তু আপাতত স্কুল-কলেজের ফেস্ট নিয়ে একাধিক সমালোচনা মাথাচাড়া দেওয়ায় বন্ধ রাখা হয়েছে সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট। অনেকেই দাবি করছেন কেকের আকস্মিক মৃত্যুর পর আর কলকাতায় এসে অনুষ্ঠান করতে চাইছেন না সুনিধি, জুবিনরা। কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৭ এবং ৮ জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নেতাজি ইন্ডোরে অনুমোদন পায়নি সুরেন্দ্রনাথ কলেজ। কারণ ওই সময় ইনডোর স্টেডিয়ামে উচ্চ শিক্ষা দপ্তরের একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। আর তাই অনুমোদন না মেলার কারণেই আপাতত বাতিল করা হয়েছে সুরেন্দ্রনাথ কলেজের ফেস্টের পরিকল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =