কলকাতা: শ্রীলেখার পশু প্রেম কারও অজানা নয়৷ বাড়িতে বেশ কতকগুলি পোষ্যও রয়েছে তাঁর৷ শুধু তাই নয়, যাদের লোকে পথ কুকুর বলে তাচ্ছিল্য করে, তাদেরকেই স্নেহ-আদরে ভরিয়ে দেন অভিনেত্রী৷ সেই সঙ্গে তিনি ইন্ডাস্ট্রিতে বোল্ড বলেও পরিচিত৷ কোনও বিষয়ে মন্তব্য করতে বিন্দুমাত্র সঙ্কোচ করেন না তিনি৷ এর আগেও বহু বিষয়ে নিজের মত ব্যক্ত করেছেন শ্রীলেখা৷ আরও একবার বোমা ফাটালেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় সমাজ ও মানুষ সম্পর্কে নিজের মতামত তুলে ধরলেন৷
আরও পড়ুন- বিরল রোগে আক্রান্ত জাস্টিন বিবার! এক চোখের পলক পড়ে না
শ্রীলেখা প্রায়ই তাঁর পোষ্যদের নিয়ে নানাবিধ ছবি তুলে থাকেন৷ সোশ্যাল মিডিয়ায় সে সকল ছবি পোস্টও করেন তিনি। সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন যেখানে শ্রীলেখাকে দেখা গিয়েছে ‘আদর’ (সারমেয়)-কে জড়িয়ে বসে আছেন তিনি৷ মুখে এক গাল হাসি৷ আবার একটি ছবিতে দেখা গিয়েছে আদর-ও আদুরে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শ্রীলেখার দিকে। এই ছবির নীচে ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, ‘পুরুষদের যত বেশি দেখি, তত বেশি করে ভালোবেসে ফেলি আমার কুকুরদের।’
কেন এহেন ক্যাপশন লিখলেন শ্রীলেখা? অভিনেত্রী জানান, তিনি এই ক্যাপশনটিতে শুধু পুরুষদের কথাই বলতে চাননি, অনেক নারীদের উদ্দেশ্যেও বলেছেন৷ শ্রীলেখা বলেন, “আমি যে এই ক্যাপশনে শুধুই পুরুষদের কথা বলতে চেয়েছি তা নয়। ফেসবুকে এমনও বহু নারী আছেন, যাঁরা আমাকে নোংরা কথা বলতে ছাড়েন না। আসলে এখানে ‘মেন’ অর্থে আমি মানুষ বোঝাতে চেয়েছি। আমার ‘আদর’ এত মিষ্টি হাসছে, অথচ সেই কথা না বলে, আমার শরীরের কোন অংশে ওর হাত পৌঁছেছে, তা নিয়ে কটূক্তি শুরু হয়েছে। এ জন্যই আমার মনে হয়, মানুষের চেয়ে আমার পোষ্যরা অনেক ভাল।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>