suvendu adhikari
কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশ আসার পরেই শাসকদলের তরফে দাবি করা হয়, এক সপ্তাহের মধ্যে পুলিশের হাতে গ্রেফতার হবেন পলাতক তৃণমূল নেতা শাহজাহান শেখ। সেই প্রেক্ষিতে বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, শাহজাহান তো পুলিশের ‘নিরাপদ হেফাজতে’ই রয়েছে৷ তাঁর দাবি, মঙ্গলবার রাত ১২টা থেকেই পুলিশি হেফাজতে আছেন শাহজাহান। তাঁর সঙ্গে পুলিশের ‘চুক্তি’ হয়ে গিয়েছে৷ কিন্তু কী চুক্তি? এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ‘‘চুক্তি হয়েছে পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তাঁর যথাযথ যত্ন নেওয়া হবে। কারাগারে থাকাকালীন তাঁকে বিলাসবহুল হোটেলের সুবিধা দেওয়া হবে এবং একটি মোবাইল ফোনও ব্যবহার করতে দেওয়া হবে৷’’ এমনকি, এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের শাহজাহানের জন্য একটি শয্যা প্রস্তুত এবং খালি রাখা হবে বলেও দাহি করেন বিরোধী দলনেতা৷
এর পরেই শুভেন্দুকে এক হাত নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘এতই যখন জ্ঞান, তাহলে শুভেন্দুই বলে দিন শাহজাহানকে ঠিক কোথায় রাখা হয়েছে৷’’ কুণাল আরও বলেন, ‘‘ওর সঙ্গে তো ছবিও আছে। যত দিন সিপিএম করেছে, সেখানে ছিল। পরে শুভেন্দুরাই তো ওকে এনেছেন। শুভেন্দুদের সঙ্গে দহরম-মহরম ছিল। শুভেন্দুই তাহলে বলে দিক শাহজাহান ঠিক কোথায় রয়েছে।’’