নয়াদিল্লি: ২০১৯ সালের জানুয়ারিতে এই সংস্থার বিরুদ্ধে তহবিল নয়ছয়ের অভিযোগ প্রকাশ্যে আসে। কিন্তু তলে তলে তা যে এত বড় কেলেঙ্কারি সেটা হয়তো বোঝা যায়নি। একাধিক ব্যাঙ্কের প্রায় ৩৪ হাজার কোটি টাকা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে দেওয়ান হাউজিং ফাইন্যান্স লিমিটেড বা ডিএইচএফএল-র বিরুদ্ধে। সংস্থার প্রাক্তন সিএমডি কপিল ওয়াধওয়ান, পরিচালক ধীরজ ওয়াধাওয়ান এবং অন্যদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করেছে সিবিআই।
আরও পড়ুন- EPF সুদে কোপ, ৪৩ বছরে সর্বনিম্ন
গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ১৭ টি ব্যাঙ্কের থেকে প্রায় ৩৪ হাজার কোটির বেশি টাকা আত্মসাৎ করেছে এই সংস্থা। ঋণ নেওয়ার নামেই বিগত বছর গুলি ধরে তারা টাকা গায়েব করে চলেছে। ১৭ টি ঋণদাতা ব্যাঙ্কের কনসোর্টিয়ামের তরফে অভিযোগ দায়ের হয়েছে এবং তাতে বলা হয়েছে ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে মোট প্রায় ৪২ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। ২০১৯ সালের মে মাসের পর তাদের প্রায় ৩৪ হাজার কোটি টাকা গায়েব হয়ে যায়।
এক্ষেত্রে ডিএইচএফএল-র বিরুদ্ধে অভিযোগ তুলে জানান হয়েছে, বিভিন্ন ভাবে তথ্য গোলমাল করা হয়েছে, ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করা হয়েছে। এমনকি পরিসংখ্যান ভুল দেওয়া হয়েছে। একই সঙ্গে আসল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়েছে সংস্থার তরফে। প্রসঙ্গত, ডিএইচএফএল-এর দুই কর্তা প্রাক্তন সিএমডি কপিল ওয়াধওয়ান, পরিচালক ধীরজ ওয়াধাওয়ান আগেই জালিয়াতি মামলায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছিল।