কলকাতা: ছোট থেকেই প্রচার মাধ্যমের পাদপ্রদীপে ‘রাজ-পুত্র’৷ সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি৷ যত বড় হচ্ছে সে, ততই যেন বাড়ছে জৌলুস৷ কিছুদিন আগেই চুলের স্টাইল বদলেছে ছোট্ট ইউভান৷ এর পর থেকে চর্চায় রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে। রথযাত্রার দিন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মিলল তার। চুলে স্পাইক, গায়ে কালো ট্র্যাক শ্যুট-প্যান্টস, হাতে ট্রলি৷ সব মিলিয়ে একেবারে নায়কোচিত হাবভাব! এদিন দেখা গেল নিজেই নিজের ট্রলি ব্যাগ ঠেলে নিয়ে যাচ্ছে ছোট্ট ইউভান।
আরও পড়ুন- ২৭ বছরের সম্পর্কে ইতি! মির্চি ছাড়লেন মীর, ছাড়ছেন না রেডিও
বেশ গম্ভীর মুখেই কিছুক্ষণ ট্রলি ব্যাগ ঠেলাঠিলি করেই অবশ্য ক্ষান্ত সে। ইতিমধ্যে তার নজর গিয়েছে বিমানবন্দরে রাখা মস্ত বড় গাড়ির দিকে! ব্যস, ট্রলি ফেলে রেখেই দৌড়। ইউভান পৌঁছে যায় একেবারে গাড়ির কাছে। তাতে চড়েও বসে সে। ভাব এমন যেন এক্ষুনি গাড়িটা চললেই হল!
কিন্তু রথযাত্রার দিন রথের রশিতে টান না দিয়ে ট্রলি নিয়ে কোথায় যাচ্ছে ইউভান? এক প্রথমসারির সংবাদমাধ্যমকে রাজ জানান, প্রতি বছরের রথে তিনি পুরীতেই থাকেন। গত দু’বছর অতিমারির পর এই বছরে ফের জগন্নাথ ধামে নেমেছে মানুষের ঢল। এ দিকে ফের বাড়তে শুরু করেছে করোনা৷ তাই ইউভানের মুখ চেয়েই পুরীর বদলে তাঁরা যাচ্ছেন আমেরিকা। সেখান থেকে যাবেন জামাইকা। এ বারের গরমের ছুটিতে তারকা দম্পতির গন্তব্য আমেরিকা৷ মার্কিন মুলুকেই টানবেন রথের দড়ি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>