নয়াদিল্লি: আয়কর রিটার্ন করার শেষ দিন কবে জানেন? যদি না জেনে থাকেন তাহলে আপনাকে ঝক্কি পোহাতে হতে পারে কারণ কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আয়কর রিটার্নের সময়সীমা বাড়ানো হচ্ছে না। অতএব ৩১ জুলাই হচ্ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। যদি এই সময়ের মধ্যে কেউ তা না দেন তবে অপেক্ষা করছে ‘শাস্তি’। বড় অঙ্কের জরিমান দিতে হবে করদাতাকে।
আরও পড়ুন- রাস্তায় গাড়িতে তল্লাশি চালানো মহিলা সাব-ইনস্পেক্টরকে পিষে দিল পিকআপ ভ্যান !
বাড়তে পারে আয়কর রিটার্নের দিনক্ষণ, এমনটাই অনুমান করা হয়েছিল। কিন্তু জল্পনা মতো তেমন কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ২০২১-২০২২ অর্থবর্ষের আয়কর রিটার্নের শেষ দিন রবিবার অর্থাৎ ৩১ জুলাই। আপনি যদি এখনও ফাইল রিটার্ন জমা না দিয়ে থাকেন, তাহলে তড়িঘড়ি ব্যবস্থা নিন নাহলে জরিমানা দিতে হবে। কিন্তু এই জরিমানার পরিমাণ কত হবে? কত টাকা আয়ের ক্ষেত্রে কত জরিমানা? সেটাও পরিষ্কার করে জেনে নেওয়া যাক।
যদি ৫ লক্ষ টাকা পর্যন্ত কারোর বার্ষিক আয় হয় তাহলে নির্ধারিত দিনে আয়কর রিটার্ন না দিলে তাঁর জরিমানা হবে ১ হাজার টাকা। ৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ৫ হাজার টাকার কাছাকাছি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অবশ্য সেই টাকা দেওয়ার সময়সীমা। তবে আগামী ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে ১০ হাজার টাকার মতো জরিমানা হয়ে যাবে।