shahjahan
কলকাতা: শাহজাহান শেখকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বসিরহাট মহকুমা আদালত৷ এর পরই আদালত থেকে বার করে পুলিশের গাড়িতে তোলা হয় সন্দেশখালির তৃণমূল নেতাকে৷ কিন্তু আচমকাই উধাও শাহজাহান শেখ! বসিরহাট আদালত থেকে শাহজাহানকে নিয়ে বেরিয়েছিব ৭-৮টি গাড়ির কনভয়। কিন্তু দু’ কিলোমিটার রাস্তা যেতেই বসিরহাট রেলগেটের কাছে আচমকাই পুলিশের গাড়ির কনভয়ের মাঝে ঢুকে পড়ে বাইরে একটি গাড়ি। কনভয়ের মধ্যে থেকে পুলিশ সেই গাড়িকে সরানোর আগেই শাহজাহানকে নিয়ে বহু দূর এগিয়ে যায় পুলিশের একটি গাড়ি। কী ভাবে পুলিশি কনভয়ের মাঝে বইরের গাড়ি ঢুকল? তা নিয়ে উঠছে প্রশ্ন৷
শাহজাহানকে গ্রেফতার করা থেকেই চূড়ান্ত গোপনীয়তা নিয়েছে পুলিশ। গ্রেফতারির পর শাহজাহানকে থানায় নিয়ে যাওয়া হয়নি। বরং সোজা নিয়ে আসা হয় বসিরহাটের কোর্ট লক আপে৷ সকাল থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছিল র্যাফ এবং পুলিশবাহিনী। বিচার প্রক্রিয়া শেষে তাঁকে নিয়ে বেরয় পুলিশের বিশাল কনভয়৷ কিন্তু তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা এখনও জানা যায়নি৷ এরই মাঝে হঠাৎ গায়েব শাহজাহান৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, শাহজাহানের ঠিকানা গোপন রাখতেই সুকৌশলে তাঁকে সংবাদমাধ্যমের চোখের বাইরে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে শেষ পর্যন্ত জানা গেল ভবানীভবনে নিয়ে আসা হয়েছে শাহজাহানকে৷