ed
কলকাতা: দীর্ঘ টানাপোড়েনর পর অবশেষে মিনাখাঁ থেকে গ্রেফতার শাহজাহান শেখ৷ বৃহস্পতিবারই তাঁকে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে৷ বিচারক তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন৷ এদিকে, শাহজাহান গ্রেফতার হতেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে শুরু হয়ে গেল ইডির তৎপরতা৷ ইডি সূত্রে খবর, শাহজাহানকে নিজেদের হেফাজতে পেতে শীঘ্রই কলকাতা হাই কোর্টে আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত ৫ জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন ইডির গোয়েন্দারা। কিন্তাঁতু শাহজাহানের দেখা তাঁরা পাননি৷ বরং তাঁর নির্দেশে ইডি আধিকারিকদের উপর হামলা চালান তাঁর অনুগামীরা৷ সেই আক্রমণে মাথা ফাটে ইডির দুই গোয়েন্দার। এর পর শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি। কলকাতা হাই কোর্টেও মামলা করা হয়৷ এর পর একের পর এক অভিযোগ দায়ের হয় শাহজাহানের বিরুদ্ধে৷ জমি ভেরি দখল থেকে নারী নির্যাতন৷ ফুঁসে ওঠে সন্দেশখালি৷ যেহেতু শাহজাহানকে গ্রেফতারের দাবিতে প্রথম অভিযোগ করেছিল কেন্দ্রীয় এজেন্সি। তাই তাঁকে হেফাজতে চাওয়ার অধিকারও রয়েছে ইডি-র। তাছাড়া শাহজাহানের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে। তবে শাহজাহানকে হেফাজতে পেলে সম্ভবত অনুব্রত মণ্ডলের মত তাঁকেও দিল্লিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কেন্দ্রীয় সংস্থা৷