cid
কলকাতা: পুলিশের হাতে গ্রেফতার সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের মামলা গেল সিআইডির হাতে৷ রাজ্য গোয়েন্দা বিভাগই এই সংক্রান্ত সমস্ত অভিযোগের তদন্ত করবে বলে পুলিশ সূত্রে খবর।
বুধবার রাতে মিনাখাঁ থেকে শাহজাহানকে গ্রেফতার করার পর সোজা তাঁকে বসিরহাট মহকুমা আদালতের লকআপে নিয়ে যাওয়া হয়৷ বৃহস্পতিবার বিচারক তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়ার পর বসিরহাট থেকে শাহজাহানকে নিয়ে আসা হয় ভবানী ভবনে। আগামী ১০ দিন সেখানেই থাকবেন সন্দেশখালির তৃণমূল নেতা। ভবানী ভবনে রাজ্য পুলিশের গোয়ান্দারাই তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন। রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এদিন সাংবাদিক সম্মেলন করে জানান, শাহজাহানের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তার ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা৷