কৃষ্ণ অবতারে রাহুল! অর্জুন অজয়, যোগী রাজ্যে কংগ্রেসের পোস্টার ঘিরে তুমুল বিতর্ক

কৃষ্ণ অবতারে রাহুল! অর্জুন অজয়, যোগী রাজ্যে কংগ্রেসের পোস্টার ঘিরে তুমুল বিতর্ক

5abb2032fc6b79c3cbbb54d3731690a3

কানপুর: লোকসভা ভোট কি কুরুক্ষেত্রের যুদ্ধ? কংগ্রেসের পোস্টার ঘিরে শোরগোল৷  যেখানে কৃষ্ণ অবতারে ধরা দিলেন রাহুল গান্ধী৷ পিছনে সওয়ারি অর্জুন? কিন্তু এখানে অর্জুন কে? আর কেউ নন৷ কৃষ্ণের রথে অর্জুন রূপে ধরা দিলেন উত্তর প্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রাই৷ 

অযোধ্যার প্রধানমন্ত্রীর হাতে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে বয়কট করেছিল কংগ্রেস। অথচ সেই দলেরই সাংসদকে দেখা গেল কৃষ্ণ রূপে! ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় রাহুল এখন রয়েছেন উত্তরপ্রদেশে৷ বুধবার পৌঁছন কানপুরে৷ তিনি আসার আগেই শহর ছাইল পোস্টার। যেখানে রয়েছেন অর্জুন ও তাঁর সারথী কৃষ্ণ। তবে অর্জুনের জায়গায় রয়েছে অজয় রাই এবং তাঁর রথের সারথীর জায়গায় রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে বিস্তর বিতর্ক। প্রশ্ন উঠেছে, কংগ্রেস রাম মন্দিরের উদ্বোধনকে বয়কট করেছে৷ এথচ মহাভারতের চরিত্রের সঙ্গে নিজেদের নেতার তুলনা টানছেন৷ কী ভাবে এটা সম্ভব? যদিও পোস্টার বিতর্কে কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *