isro
কলকাতা: মহাকাশ গবেষণার ক্ষেত্রে একের পর এক সাফল্যের পালক মুকুটে সাজিয়েছে ইসরো। ২০২৩ সালে চাঁদের মাটি ছুঁয়ে সাড়া জাগিয়েছিল গোটা বিশ্বে৷ বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটি ছোঁয়ার স্বীকৃতি ছিনিয়ে এনেছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা৷ এবার সেই ইসরোর বিজ্ঞাপনে দেখা গেল পড়শি দেশের পতাকা! তা-ও আবার কিনা চিন! যার সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে সাপে-নেউলে। ইসরোর বিজ্ঞাপনে তামিলনাড়ু সরকারের মস্ত এই ভুল ধরে একেবারে তুলোধনা করল কেন্দ্রের বিজেপি সরকার। এক্স হ্যান্ডেলে ডিএমকে সরকারকে তুলোধোনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই৷
তামিলনাড়ুর কুলসেকরপট্টিনমে একটি নতুন মহাকাশ বন্দর তৈরি করেছে ইসরো। ওই বন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ওই মহাকাশ বন্দরের প্রচার এবং উদ্যাপনের জন্য তামিলনাড়ুর ডিএমকে সরকারের মৎস্য দফতর একটি বিজ্ঞাপন প্রকাশ করে। এই বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য ছিল এই মহাকাশ বন্দর গঠনে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি এবং বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের কৃতিত্বকে তুলে ধরা৷ আর এই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই যত বিতর্ক৷ কারণ ওই বিজ্ঞাপনে ইসরোর রকেটের গায়ে ভারত নয়, দেখা যায় চিনের পতাকা৷