কলকাতা: লোকসভা ভোটের আগে অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে হাতির পিঠে চড়ে কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখলেন তিনি৷ বাকি অংশ তিনি ঘুরে দেখেন জিপে চেপে৷ এর আগে কোনও দিন কাজিরাঙায় যাননি মোদী৷
এটাই প্রথম৷ কাজিরাঙা জাতীয় উদ্যানের এক কর্মকর্তা সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে জানিয়েছেন, এদিন কোহোরা রেঞ্জের মিহিমুখ এলাকা থেকে প্রথমে হাতির পিঠে চড়েন প্রধানমন্ত্রী। বেশ কিছুটা হাতির পিঠে চেপে পরিদর্শনের পরে ওই রেঞ্জের ভিতরেই জিপ সাফারি করেন। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় উদ্যানের ডিরেক্টর সোনালী ঘোষ এবং অন্য ঊর্ধ্বতন বনকর্তারা।
মোদীর আগেও বেশ কয়েকজন প্রধানমন্ত্রী কাজিরাঙায় গিয়েছিলেন৷ ১৯৫৭ সালে কাজিরাঙা অভয়ারণ্য পা রাখেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু৷ তাঁর কন্যা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও দু’বার কাজিরাঙায় গিসেছিলেন। তবে তখন তিনি প্রধানমন্ত্রীর পদে ছিলেন না। এর পর ১৯৮৮ সালে সেখান যান প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী৷ তবে তিনি অভয়ারণ্য পরিদর্শন করেননি৷ অতিথিশালায় মধ্যাহ্নভোজ সেরেই ফিরে যান। তার পর এই প্রথম কোনও প্রধানমন্ত্রী কাজিরাঙায় এলেন৷