কলকাতা: সামনেই লোকসভা ভোট৷ তার আগেই দেশ জুড়ে চালু হয়ে যাহে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুসারে, আজ, সোমবার সন্ধ্যাতেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী সরকার৷ তার পরেই সংসদে সিএএ বিল পাশ করিয়ে নেয় কেন্দ্র৷ ওই আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম প্রধান দেশে ধর্মীয় সংখ্যালঘুরা উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে ভারত সরকার তাঁদের আশ্রয় দেবে।
সংসদের উভয় কক্ষেই এই বিল পাশ হয়৷ তাতে অনুমোদন দিন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ কিন্তু, এতদিনে সিএএ কার্যকর করেনি মোদী সরকার৷ কোনও বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। সম্প্রতি মতুয়া অধ্যুষিত নদিয়া এবং উত্তর ২৪ পরগনার জনসভা করেন প্রধানমন্ত্রী৷ সেই সভা থেকে সিএএ নিয়ে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন, ‘‘ভোটের আগেই সিএএ কার্যকর হবে৷’’ সম্ভবত সেটাই হতে চলেছে৷