কলকাতা: আইন পাশ হয়েছিল চার বছর আগেই৷ লোকসভা ভোটের আগে অবশেষে কার্যকর সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)৷ সোমবার সন্ধ্যায় সরকারের ই-গেজেট ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কারা, কী ভাবে অনলাইনে সিএএ-তে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে এই ওয়েবসাইটে।
আবেদনকারীকে সবার আগে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য বেশ কিছু নথি আপলোড করতে হবে৷ কবে ভারতে এসেছিলেন, কেন এসেছিলেন এই সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। সঙ্গে দিতে হবে মোবাইল নম্বর৷ সেই নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সেই সমস্ত তথ্যও আপলোড করে দিতে হবে। সরকারিভাবে সমস্ত তথ্য যাচাই করে দেখা হবে৷ সমস্ত তথ্য সঠিক হলে আবেদনকারীকে নাগরিকত্ব প্রদান করা হবে।
সিএএ পোর্টালে আবেদনের জন্য কী কী নথি জমা দিতে হবে? জানা গিয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের পাসপোর্ট, জন্ম শংসাপত্র বা স্কুলের সার্টিফিকেট, জমির কাগজ, ভোটার কার্ড, জাতীয় পরিচয় পত্র বা রেসিডেন্সিয়াল পারমিট নাগরিকত্ব আবেদনের জন্য গ্রাহ্য হবে। ভারতে থাকাকালীন এখানকার স্কুল বা কলেজের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটকেও বৈধ নথি বলে বিবেচনা করা হবে। তবে জমা দেওয়া নথিগুলো বৈধ এবং নির্ভুল তে হবে। পরিচয়পত্র-সহ অন্যান্য নথিতে যদি ত্রুটি থাকলে আবেদনের ক্ষেত্রে সমস্যা হতে পারে।