কলকাতা: লোকসভা ভোটের আগে দেশজুড়ে চালু সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)৷ কিন্তু এই আইন চালু হওয়ায় কতটা বিপদে দেশের মুসলিম সমাজ? তাঁদের কি দেশছাড়া হতে হবে? উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ আতঙ্ক কাটিয়ে একটি বিবৃতিতে অমিত শাহের মন্ত্রক জানিয়েছে, সিএএ কারোর নাগরিকত্ব কেড়ে নেবে না। এর প্রভাব কোনও ভাবেই ১৮ কোটি ভারতীয় মুসলিমের উপর পড়বে না। ভারতীয় হিন্দুদের মতোই সমস্ত অধিকার বজায় থাকবে মুসলিমদেরও। নাগরিকত্ব প্রমাণের জন্য তাঁদেক কোনও নথি দিতে হবে না বলেও সাফ জানানো হয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, এই আইন বিভাজনমূলক বলে যে অভিযোগ করা হচ্ছে, তা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়৷
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নামে কেউ বিদ্বেষ, হিংসা ছড়ায় না। এই আইন ইসলামকে কলঙ্কিত হওয়ার হাত থেকে রক্ষা করে।” সমাজের একাংশ যেভাবে সিএএ আইনকে মুসলিম বিরোধী বলে দাগানোর চেষ্টা করছে৷ যা সঠিক ন বলেও দাবি কেন্দ্রের।