sandeshkhali
নয়াদিল্লি: সন্দেশখালিকাণ্ডে শুধু বাংলা নয়, সাড়া ফেলেছে জাতীয় স্তরেও। সেখানে যেভাবে নির্যাতন-নিপীড়ন ঘটেছে, তাতে ইতিমধ্যেই বহুবার রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছে। এবার সন্দেশখালির মহিলারা দিল্লির দরবারে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন। মোট ১১ জনের একটি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে ৫ জন মহিলা এবং বাকিরা পুরুষ। রাষ্ট্রপতির কাছে নিজেদের নির্যাতনের কথা জানিয়ে প্রতিকার চেয়েছেন তাঁরা। রাষ্ট্রপতি তাঁদের সব কথা শুনেছেন৷ সবটা শুনে দুঃখপ্রকাশও করেছেন।
সেন্টার ফর এসসি এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চের ডিরেক্টর ড. পার্থ বিশ্বাস সন্দেশখালির নির্যাতিতাদের নিয়ে যান। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে পার্থ জানান, সন্দেশখালিতে কী ঘটেছে তা সরাসরি নির্যাতিতদের মুখ থেকেই জানাতেই সন্দেশখালির মহিলা এবং নির্যাতিত পুরুষদের নিয়ে রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন।