cvoter opinion
কলকাতা: শনিবার দুপুরে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার ঠিক আগের সামনে এল ভোটের সম্ভাব্য ফল নিয়ে সমীক্ষা রিপোর্ট। এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা বলছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল আসনে জিতে দিল্লির মসনদে প্রত্যাবর্তন করবে এনডিএ জোট। কিন্তু নরেন্দ্র মোদীর ‘৪০০ পার’-করার যে দাবি করেছেন, তা পূরণ হবে না৷ বলেই দাবি। সমীক্ষায় দাবি, আসন্ন লোকসভা ভোটে ৩৬৬ আসনে জিতবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। রাজ্যগুলির ফলাফল কেমন হবে? সমীক্ষা বলছে, গোবলয়ে উত্তরপ্রদেশে বিপুল আসন জিতবে এনডিএ। তবে বাংলায় তাদের ফলাফলের বিশেষ হেরফের হবে না। ২০১৯-এ ১৮টি আসনে জয়ী হয়েছিল বিজেপি৷ এবার ১৯টি আসন পেতে পারে গেরুয়া শিবির৷
সমীক্ষা রিপোর্টে আরও বলা হয়েছে, এনডিএ ৪৫.৯ শতাংশ ভোট পেয়ে ৩৬৬ আসনে জিতবে। অন্যদিকে ৩৯ শতাংশ ভোট পেয়ে ১৫৬টি আসনে জয়লাভ করবে ইন্ডিয়া জোট। উল্লেখ্য বিষয় হল, এডিএ এবং ইন্ডিয়া জোট উভয়ই এবার বেশি ভোট পাবে। ২০১৯ সালে এনডিএ যত ভোট পেয়েছিল, তার চেয়ে ৩.০৮ শতাংশ ভোট বেশি পাবে। অন্যদিকে ইন্ডিয়া জোট পাবে ২.৫ শতাংশ বেশি ভোট। কংগ্রেসের আসন সংখ্যাও বাড়বে৷ গতবার পয়েছিল ৫২ আসন৷ এবার ৫৯টি আসন পাবে। তেমনই দাবি করছে সমীক্ষা রিপোর্ট।