election commission
নয়াদিল্লি: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার সঙ্গেই সারা দেশে চালু হয়ে যাবে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। ১৮তম লোকভা ভোটের দিন ঘোষণা করছে জাতীয় নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনার বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ৷ এখানে নির্বাচন একটি উৎসব৷ লোকসভা ভোটে ৯৬.৮ কোটি ভোটার মতদান করবেন৷ ভোট কেন্দ্রের সংখ্যা সাড়ে ১০ লক্ষেরও বেশি৷ যার মধ্যে ৪৯.৭ কোটি পুরুষ এবং ৪৭.১ কোটি মহিলা। সর্বোপরী এবার ১.৮২ কোটি নতুন ভোটার রয়েছে৷ দেশজুড়ে ব্যবহার করা হবে ৫৫ লক্ষ ইভিএম৷
লোকসভার মেয়াদ শেষ হবে ১৬ জুন৷ তিনি আরও বলেন, গত ২ বছর ধরে ভোটের প্রস্তুতি নেওয়া হয়েছে৷ নির্বিঘ্নে ভোট করানোই আমাদের লক্ষ্য৷ নির্বাচন কমিশনার রাজীব বলেন, ‘‘গত এক বছরের মধ্যে ১১টা নির্বাচন হয়েছে। সে ভাবে বড় কোনও হিংসার ঘটনা ঘটেনি। যেখানে হত হিংসার ঘটনা, সেখানেও অনেকটা কমেছে। ভুয়ো খবর নিয়েও আমরা পদক্ষেপ করেছি।’’