ভোটে কালো টাকা রুখতে এবার এটিএম ভ্যানেও চলবে নজরদারি! ঘোষণা কমিশনের

ভোটে কালো টাকা রুখতে এবার এটিএম ভ্যানেও চলবে নজরদারি! ঘোষণা কমিশনের

eci

কলকাতা: ভোটে বেআইনি অর্থ বা কালো টাকার ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের৷ কালো টাকার ব্যবহার করে কোনও রাজনৈতিক দল যাতে ফয়দা তুলতে না পারে, তা নিশ্চিত করতে সতর্ক কমিশন৷ বুধবার কমিশনের তরফে জানানো হয়েছে, এখন থেকে ব্যাঙ্কের গাড়িতেও বিশেষ নজরদারি চালানো হবে। বিশেষ করে নজরে থাকবে এটিএমে টাকা পাঠানো গাড়িগুলির উপর৷  সেই গাড়িগুলিকেও এবার দিতে হবে বৈধতার পরীক্ষা। আমাদের দেশে রাজনৈতিক দলগুলির মধ্যে আর্থিক ক্ষমতা প্রয়োগ করে ভোট কেনার প্রবণতা রয়েছে বলে উল্লেখ করেছিলেন কমিশনার৷ ভোট ঘোষণার সময়ই তিনি বলেছিলেন, এ ধরনের ঘটনা কড়া হাতে দমন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + sixteen =