pm modi
নয়াদিল্লি: তিনি বরাবরই নরেন্দ্র মোদীর কট্টর সমর্থক৷ রাজনীতির আঙিনায় আনুষ্ঠানিক অভিষেক হওয়ার আগে থেকেই বিডেপি’র পক্ষে বহুবার সুর চড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত৷ আসন্ন লোকসভা ভোটের আগে পদ্ম হাতে গেরুয়া হয়েছেন অভিনেত্রী। তাঁকে মান্ডি থেকে টিকিট দিয়েছে দল। রাজনীতির ময়দানে নবাগতা হলেও, তাঁর ভাষণে তা বোঝার উপায় নেই। তিনি যেন পুরোদস্তুর একজন নেত্রী। ভোট প্রচারে বেরিয়ে কখনও তাঁর মুখে শোনা যাচ্ছে নারীশক্তির উন্নয়নের কথা, কখনও আবার বলছেন স্বামী বিবেকানন্দর কথা। সেই সঙ্গে শোনা যাচ্ছে মোদী বন্দনাও। এবার প্রধানমন্ত্রীকে স্বয়ং ‘ভগবান রামচন্দ্রের অংশ’ বললেন উল্লেখ করলেন বিজেপি’র তারকা প্রার্থী৷
রাজনৈতিক ময়দানেও নেমে কঙ্গনা হয়ে উঠেছেন বাস্তবের ‘মণিকর্নিকা’। গেরুয়া শিবির তাঁকে প্রার্থী করতেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। শনিবার মাণ্ডির বিভিন্ন প্রান্তে প্রচারের ফাঁকে কঙ্গনা বলেন, “আমি এখানে নরেন্দ্র মোদীর দূত হয়ে এসেছি। আমাকে দেওয়া আপনাদের ভোট প্রধানমন্ত্রীর জন্য আশীর্বাদ হবে। একবার ভেবে দেখুন, যে কাজটা বিগত ৫০০ বছর ধরে আটকে ছিল, সেটা নরেন্দ্র মোদীর আমলে সম্ভবায়িত হল। মোদী প্রধানমন্ত্রীর আসনে থাকার সময়েই রামের কৃপায় এত বছরের অপেক্ষার অবসান ঘটল। রামমন্দির গড়ে উঠল৷ আমি প্রধানমন্ত্রীর মধ্যে ভগবান শ্রীরামচন্দ্রের অংশ দেখতে পাই। আমি ওঁর সৈনিক। আমি সেই কাঠবেড়ালি, যে রামসেতু নির্মাণে যোগ দিয়েছিল। আমি বিজেপি’তে যোগ দিয়ে সেই কাজটাই করতে চলেছি।”