arunachal
নয়াদিল্লি: অরুনাচল নিয়ে চিনকে সপাটে জবাব দিল ভারত৷ পরিষ্কার বুঝিয়ে দেওয়া হল সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বেজিং৷ অরুণাচল প্রদেশের ওপর অধিকার ঠিক কতটা সেটা বোঝাতে গিয়ে এই রাজ্যের ৩০টা জায়গার নাম একসঙ্গে বদলে দিয়েছিল চিন৷ কিন্তু নাম বদলালেই কি দখল হয়ে যায় সব? ভারতের বিদেশমন্ত্রক একচুলও জায়গা ছাড়ল না বরং সাবধান করে দিল বেজিংকে৷ হংকংয়ের একটি দৈনিক সূত্রে জানা যায় জাংনান মানে অরুণাচলকে এই নামে ডাকে চিন৷ সেই জাংনানের ৩০টি জায়গার ভৌগোলিক নাম পরিবর্তন করেছে বেজিং। এর মধ্যে ১১টি জায়গা বসতি এলাকা। ১২টি পার্বত্য অঞ্চল, চারটি নদী, একটি হ্রদ, একটি পার্বত্য পথ (মাউন্টেন পাস) ও একখণ্ড জমি। চিনা মন্ত্রকের তরফে ওই সব অঞ্চলের মানচিত্রও প্রকাশ করা হয়েছে।
এরপরই ছিল ভারতের পাল্টা জবাব দেওয়ার পালা৷ তাচ্ছিল্যের সুরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘‘আমি যদি আজ আপনার বাড়ির নাম বদলে দিই, সেটা কি আমার হয়ে যাবে? অরুণাচল প্রদেশ চিরকাল ভারতের ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে। নাম বদলে কোনও লাভ হবে না। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আমাদের সেনাবাহিনী রয়েছে’’৷ তথ্য বলছে ২০১৭ সালে প্রথম অরুনাচল প্রদেশের নাম বদল করেছিল চিন। তার পর ২০২১, ২০২৩ এবং এবার ২০২৪এও সেটাই করল তারা৷ তবে এই ঘটনায় যে ক্ষুব্ধ নয়াদিল্লি তা বুঝিয়ে দেওয়া হল আবারও৷