দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের স্ত্রী সুনিতা! চাঞ্চল্যকর তথ্য সামনে

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের স্ত্রী সুনিতা! চাঞ্চল্যকর তথ্য সামনে

aap mlas

নয়াদিল্লি: জেলবন্দি স্বামীর হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী দায়িত্ব সামলাবেন সুনিতা কেজরিওয়াল? মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে যান আপ বিধায়করা৷ তারপরই এই জল্পনা আরও যেন সত্যি হয়ে যাচ্ছে এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের৷ এই সুযোগে বিজেপির তোপ দাগছে, এবার আম আদমি পার্টির রাশ নিজের হাতে নিতে চাইছেন কেজরিপত্নী সুনিতা। কারণ জেল থেকে আপ সুপ্রিমো মুক্তি পাবেন বলে আশা নেই। 

aap mla

সোমবার ইডি হেফাজত থেকে জেল হেফাজতে পাঠানো হয় দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর বিরুদ্ধে সওয়াল করতে গিয়ে ইডির আইনজীবীররা বলেন, দিল্লির দুই মন্ত্রী অতিশী ও সৌরভ ভরদ্বাজের নাম উল্লেখ করেছেন আপ সুপ্রিমো। তার পরেই অতিশী অভিযোগ করেন, তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে গেরুয়া শিবিরে যোগদান করার জন্য। তা না হলে এক মাসের মধ্যে গ্রেপ্তার হতে হবে তাঁকেও। এরপরই কার্যত মঙ্গলবার দুপুরে কেজরিওয়ালের বাসভবনে পৌঁছন আপ বিধায়করা। কেজরিওয়ালর স্ত্রী সুনীতার সঙ্গে সকলে দেখা করেন। বিধায়কদের দাবি দিল্লির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছেন তাঁরা৷ এছাড়াও বিজেপি যেভাবে প্রতি পদে পদে দল ভাঙাতে চাইছে এবং আপ নেতাদের গ্রেপ্তার করতে উঠে পড়ে লেগেছে সেই নিয়েও কেজরিপত্নীর সঙ্গে কথা বলেছেন বিধায়করা৷ তবে প্রশ্ন উঠছে রাজধানীর রাজনীতির আকাশে বাতাসে যে জল্পনা ঘুরে বেড়াচ্ছে সেটাই কি সত্যি হবে আদতে? রাবরি দেবীর রাস্তাতেই কি হাঁটবেন সুনীতা দেবীও? এটাই এখন বড় প্রশ্ন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − thirteen =