দ্বিতীয়বার নিকাহ সারলেন ভাই আরবাজ খান, নববধূকে পরিবারে স্বাগত জানালেন সলমন

দ্বিতীয়বার নিকাহ সারলেন ভাই আরবাজ খান, নববধূকে পরিবারে স্বাগত জানালেন সলমন

arbaaz khan

কলকাতা: কানাঘুষো চলছিলই৷ অবশেষে নিকাহ সারলেন সলমান খানের ভাই আরবাজ খান৷ বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছিল বিয়ের আসর।

২৪ ডিসেম্বর বসেছিল আরবাজের বিয়ের আসর। পাত্রীও বলিউডের সঙ্গে যুক্ত৷ তিনি জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খান। রবিবার দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে চার হাত এক হয়। ভাইয়ের বিয়ের আসরে উপস্থিত ছিলেন ভাইজান৷ ভ্রাতৃবধূকে পরিবারে স্বাগত জানান তিনি৷ বিয়েতে উপস্থিত ছিলেন সলমনের আরেক ভাই সোহেল খানও৷ বাবার বিয়েতে হাজির ছিলেন আরবাজ ও তাঁর প্রথম স্ত্রী মালাইকা আরোরার একমাত্র সন্তান আরহানও৷ নতুন মায়ের সঙ্গে হাসিমুখে ছবিও তোল সে৷ বিয়েতে আরবাদ পরেছিলেন ফ্লোরাল ব্লেজার৷  রং মিলিয়ে সুরা খানও বেছে নিয়েছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 8 =