Controversy
কলকাতা: নবম শ্রেণির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভুল সংশোধনে ১০০০ টাকা ফাইন দিতে হবে। এমন বিজ্ঞপ্তি জারি হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ একটা বিষয় স্পষ্ট করেছে যে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ভুল থাকলে, তা সংশোধনে এক হাজার টাকা ফাইন দিতে হবে স্কুলকে, পড়ুয়া বা অভিভাবকদের ওপর তা চাপানো যাবে না। কিন্তু জরিমানার এই অর্থ নিয়ে বিতর্ক বাড়ছে। অনেকেই এটাকে ‘লঘু পাপে গুরুদণ্ড’ বলছেন। এই ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA)।
Controversy
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ফর্মের দাম আগে ৩০ টাকা ছিল, যা এখন ৫৫ টাকা হয়েছে। এবার সংশোধনের জন্য ১০০০ টাকাটা শুধু বেশি নয়, সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অসম্ভব। অনেকের ক্ষেত্রে এই সমস্যা হলে স্কুলের ক্ষেত্রেও এই টাকা দেওয়াও সম্ভব নয়। কোন যুক্তিতে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে, তা বোধগম্য হচ্ছে না। তাদের বক্তব্য, শিক্ষার সমস্ত দায়ভার সরকারের নেওয়া উচিত। তাই এভাবে অর্থ সংগ্রহ অনৈতিক ও অমানবিক। এই প্রেক্ষিতে তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি তুলেছে।
এই বিষয়ে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, রেজিস্ট্রেশনে কোনও ভুল হয়ে থাকলে তা সংশোধনের জন্য যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এরপরেও ভুলভ্রান্তি থাকলে তাকে অবহেলা বলা চলে। তাই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে প্রয়োজনীয় সংশোধনের জন্যই এই ফাইন গুনতে হবে সংশ্লিষ্ট স্কুলগুলিকেই। প্রসঙ্গত, নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের ফর্ম ফিলাপের পর স্কুলভিত্তিক পড়ুয়াদের চেক-লিস্ট পাঠানো হয় পর্ষদের তরফে। শিক্ষকদের উপস্থিতিতে পড়ুয়াদের দিয়েই তা যাচাই করানো হয় এবং তারপর প্রধান শিক্ষক সংশোধিত চেক-লিস্টটি পাঠিয়ে দেন পর্ষদের কাছে।