মুহুরত ট্রেডিংয়ে লক্ষ্মীলাভ! উৎসবে পাখির চোখ এই ৪টি সেক্টরে!

মুহুরত ট্রেডিংয়ে লক্ষ্মীলাভ! উৎসবে পাখির চোখ এই ৪টি সেক্টরে!

3 stocks recomended

muhurat

কলকাতা: আর কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে এবছরের মুহুরত ট্রেডিং৷ ব্যবসায়ীদের বিশ্বাস, এই বিশেষ সময়ে ব্যবসা শুরু করলে, সারাবছর সেই ব্যবসা লাভজনক হয়৷ তবে, শেয়ার বাজারে বিনিয়োগ শুভ সময়ের উপর ভিত্তি করে হয় না৷ প্রয়োজন গবেষণা এবং পরিসংখ্যান৷  সেই পরিসংখ্যান অনুযায়ী এই উৎসবে বেশ কিছু সেক্টর ভাল ফলাফল করতে পারে পরবর্তী ত্রৈমাসিকে৷ এ বছর ১২ নভেম্বর সন্ধ্যা ৬:১৫ থেকে শুরু হতে চলেছে মুহুরত ট্রেডিং৷ আজ বাজার খোলা থাকবে সন্ধ্যা ৭:১৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি যদি শেয়ার কেনার কথা ভাবনা, তাহলে নজর রাখতে পারেন নিচে দেওয়া চারটি সেক্টরে।

গত অক্টোবর থেকে শেষ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বড়বড় উৎসব হয়েছে বা হচ্ছে কিংবা হবে৷ ক্রিকেট বিশ্বকাপ থেকে দুর্গাপুজো, দীপাবলি, আসছে আবার বড়দিন এবং ইংরেজি নববর্ষ৷ উৎসব মানেই সাধারণ মানুষ কিছু না কিছু কিনবেন, এটাই ধরে নেওয়া হয়৷ ফলে, সরাসরি লাভবান হবে সংস্থাগুলি৷

উৎসবে ব্যবসা ভাল হতে পারে কাদের?

গাড়ি শিল্প:  উৎসবে গাড়ি কেনার চল আছে৷ সেটা এ বছরেও চলছে৷ নজর থাকতে পারে, Nifty Auto তালিকাভুক্ত সংস্থাগুলির উপর৷

অলঙ্কার শিল্প: উৎসব মানেই সেনা বা অলঙ্কর কেনার চল আছে৷ ফলে এখানে অলঙ্কার শল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলির উপর নজর থাকতে পারে৷

পরিষেবা শিল্প: বিশ্বকাপে হোটেল শিল্প বেশ চাঙ্গা হয়েছে৷ এছাড়াও উৎসবে রেস্তোঁরা, খাবার সরবরাহকারী সংস্থাগুলির দিকেও নজর থাকতে পারে৷

ভোগ্যপণ্য শিল্প: এফএমসিজি সেক্টর বিনিয়োগকারীদের পাথির চোখ হতে পারে৷ Tata Consumer, Hindustan Unilever-এর মতো সংস্থাগুলি নজরে থাকতে পারে৷

এছাড়াও মুহুরত ট্রেডিংয়ে ঝুঁকি খানিকটা কম নিয়ে ট্রেডিং করতে চাইলে NIFTYBEES-এ সেরা বিনিয়োগ হতে পারে। সেক্ষেত্রে NIFTYBEES কেনা যেতে পারে ২১৪টাকায়৷ কাছাকাছি টার্গেট হতে পারে ২২৫ টাকা৷ এই স্টক চাইলে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের৷

মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই  টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করেই হবে৷  সঠিক দিশায় এগিয়ে চলুন, লাভবান হবেই৷ ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ এছাড়াও  ট্রেডিং স্কিল বাড়াতে যুক্ত হতে পারেন PREMIUM Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷ t.me/NiftyBankNiftyIndexOptionsCalls

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + nine =