ব্যক্তিগত ঋণ, ক্রেডিট কার্ডে কড়া বিধি RBI-এর! বাড়বে EMI-এর বোঝা?

ব্যক্তিগত ঋণ, ক্রেডিট কার্ডে কড়া বিধি RBI-এর! বাড়বে EMI-এর বোঝা?

3 stocks recomended

rbi

নয়াদিল্লি: ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট কার্ডের নিয়মের ক্ষেত্রে আরও কড়া ভারতের রিজার্ভ ব্যাঙ্ক  (আরবিআই)। সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিতে নয়া নিয়ম লাগু হতে চলেছে৷ পাশাপাশি ২৫ শতাংশ বাড়ানো হয়েছে কনজিউমার ক্রেডিট এক্সপোজারের রিস্ক ওয়েট৷ মাত্র এক মাস আগেই এনবিএফসি (NBFC) ও ব্যাঙ্কগুলিকে অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছিল৷ এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে বড় পদক্ষেপ করা হল৷ 

এই ঝুঁকির বৃদ্ধির মধ্যে ব্যক্তিগত ঋণ অন্তর্ভুক্ত হলেও তা থেকে গৃহঋণ, শিক্ষাঋণ, যানবাহন কেনার ঋণ এবং গোল্ড লোনকে বাদ রাখা হয়েছে। বৃহস্পতিবার আরবিআই-এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ‘পর্যালোচনার পর কনজিউমার ক্রেডিট এক্সপোজারের রিস্ক ওয়েট ২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আওতায় আসছে ব্যক্তিগত ঋণও। তবে গৃহঋণ, শিক্ষাঋণ, যানবাহন ঋণ, সোনা এবং সোনার গয়নার ঋণ-নয়া নিয়মের আওতায় পড়বে না’।

‘রিস্ক ওয়েট’ হল সেই মূলধন যা ব্যাঙ্কগুলিকে প্রতিটা ঋণের জন্য আলাদা করে বরাদ্দ রাখতে হয়৷ রিজার্ভ ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এক্সপোজারে রিস্ক ওয়েটও ২৫ শতাংশ বাড়ানোয় ব্যাঙ্কগুলিতে ১৫০ শতাংশ এবং এনবিএফসি-তে ক্রেডিট কার্ডের রিস্ক ওয়েট এবার ১২৫ শতাংশ হল।

বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, ঋণের জন্য যদি অতিরিক্ত মূলধন সংস্থাগুলিকে সরিয়ে রাখতে হয়, তাহলে সেই খরচ যদি গ্রাহকদের উপর চাপানো হয়, তাহলে ব্যক্তিগত ও ক্রেডিট কার্ডের মাধ্যে নেওয়া ঋণ আরও ব্যয়বহুল হয়ে যাতে পারে৷ এই দুই ক্ষেত্রে বাড়তে পারে ইএমআইয়ের বোঝা৷ আর ব্যাঙ্ক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলি যদি গ্রাহকদের উপর এই বোঝা না চাপিয়ে দেয়,  তাহলে আর্থিক প্রতিষ্ঠানগুলি লাভের অংশ কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে ব্যক্তিগত ঋণ দেওয়ার খাতে আর্থিক প্রতিষ্ঠানগুলি ব্যবসা কমার সম্ভাবনা দেখা দিয়েছে৷

মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করেই হবে৷ ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ LIVE শেয়ার বাজারে শিক্ষামূলক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আপনিও৷ ট্রেডিং দক্ষতা বাড়াতে যুক্ত হতে পারেন PREMIUM Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷ https://t.me/NiftyBankNiftyIndexOptionsCalls  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =