sensex nifty
কলকাতা: নতুন অর্থবর্ষে সুখবর৷ সোমবার ১ এপ্রিল বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই নয়া উচ্চতায় পৌঁছে যায় সেনসেক্স ও নিফটি। ৩১৭.২৭ পয়েন্ট বেড়ে আজকের শেয়ার বাজার খুলেছে ৭৩,৯৬৮ পয়েন্টে৷ এদিকে নিফটি সোমবার ০.৫৭ শতাংশ অর্থাৎ ১২৮.১০ পয়েন্ট বেড়ে ২২,৪৫৫ পয়েন্টে খুলেছে। অন্যদিকে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৭৪,২৫৪ পয়েন্ট ছুঁয়ে নয়া উচ্চতা তৈরি করে। এখন এই দুই সূচকই তাঁদের সর্বকালীন উচ্চতায় ট্রেড করছে। কিন্তু হঠাৎ করে বাজারের এই উত্থান কীভাবে? নতুন উচ্চতায় তো পৌঁছল সেনসেক্স তাহলে এবার কোন কোন স্টকে গতি? নিফটিরই বা কোন কোন শেয়ারে গতি এসেছে? তবে উত্থান জানলে পতন হচ্ছে কোন কোন স্টক সেটাও জানতে হবে আপনাকে৷
বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় স্টক মার্কেটের হঠাৎ করে এই উত্থানের কারণ হল ভারতীয় অর্থনীতির শক্তিশালী সম্ভাবনার কারণেই বাজারের আন্ডারকারেন্ট ইতিবাচক বা পজেটিভ৷ আগামী মাসগুলিতে শুরু হওয়া হার কমানোর প্রত্যাশা বাজারের মনোভাবকে প্রভাবিত করছে। সাম্প্রতিক সংশোধনের পরে বিনিয়োগকারীরা ভারতীয় স্টক কিনছেন কারণ তারা এর মধ্য থেকে দীর্ঘমেয়াদে ভারতীয় স্টক মার্কেট সম্পর্কে পজেটিভ মনোভাব রেখেছেন৷ ৫৫৭ পয়েন্ট বেড়ে সোমবার সেনসেক্স পৌঁছেছিল ৭৪,২০৮-এর স্তরে। এর ৩০টি স্টকের মধ্যে ২৮টি স্টকেই সোমবার গতি এসেছে। তবে ২টি স্টকের দাম কেবল পতনের দিকে। সোমবার সকালের সেশনে সেনসেক্সের মধ্যে JSW Steel –এর শেয়ারের দাম বেড়েছে ২ শতাংশ, টাটা স্টিলের শেয়ারের দাম বেড়েছে ১.৭০ শতাংশ এবং কোটাক ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্কের শেয়ারের দাম আজ বেড়েছে যথাক্রমে ১.৫৫ ও ১.২৫ শতাংশ। বাজাজ ফিনসার্ভ ও এশিয়ান পেইন্টের শেয়ার যথাক্রমে আজ সকালের সেশনেই বেড়েছে ১.১৫ শতাংশ ও ১.১১ শতাংশ। সোমবারের সকালের সেশনে ভারতী এয়ারটেল ও বাজাজ অটোর শেয়ারে পতন লক্ষ্য করা গিয়েছিল৷ ভারতী এয়ারটেলের শেয়ার কমেছে ০.৪৪ শতাংশ এবং বাজাজ অটোর দাম কমেছে আজ ০.১৫ শতাংশ।