ভারতের GDP বাড়বে ৭.৫ শতাংশ হারে, নতুন বছরে আর্থিক বৃদ্ধির বড় পূর্বাভাস

ভারতের GDP বাড়বে ৭.৫ শতাংশ হারে, নতুন বছরে আর্থিক বৃদ্ধির বড় পূর্বাভাস

3 stocks recomended

gdp

নয়াদিল্লি: নতুন অর্থবর্ষে প্রত্যেক ভারতীয়র জন্য সুখবর৷ ৩ এপ্রিল থেকে বৈঠকে বসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) মুদ্রানীতি কমিটি। আর এই আবহে দেশের জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস দিল বিশ্ব ব্যাঙ্ক। ২০২৪-২৫ আর্থিক বছরে যা ৭.৫ শতাংশ হারে বাড়বে বলে জানিয়েছে এই আন্তর্জাতিক আর্থিক সংস্থা। চলতি সপ্তাহের ৫ তারিখ মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে জিডিপির সম্ভাব্য বৃদ্ধির হার প্রকাশ করবে আরবিআই৷ ভারতের পাশাপাশি, গোটা দক্ষিণ এশিয়ার জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। তবে সেখানে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার জন্য সুখবর থাকলেও৷ পাকিস্তানের ফের কপাল পুড়তে পারে৷

আন্তর্জাতিক সংগঠনটির দাবি, ২০২৪-২৫ আর্থিক বছরে শক্তিশালী হবে এই এলাকার দেশগুলির অর্থনীতি। আর তাই গোটা অঞ্চলের জিডিপির হার ৬ শতাংশ করে বাড়ার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে ২০২৪ সালে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে পরিষেবা, ভারী শিল্প, উৎপাদন ও রিয়েল এস্টেটের মার্কেট। বুলিশ ট্রেন্ড দেখা যাবে এই কোম্পানিগুলির শেয়ারে যার বড় প্রভাব পড়বে জিডিপিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =