tata
কলকাতা: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকে সামঞ্জস্যপূর্ণ উপায়ে অর্থ বাড়ানোর একটি বিচক্ষণ উপায় হিসাবে বিবেচনা করা হয়। এর পিছনে মূল কারণ হল এর চক্রবৃদ্ধি যা ছোট বিনিয়োগকে দীর্ঘ সময়ের মধ্যে একাধিকবার বাড়তে দেয়। আর সেরকমই একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে পড়ছে টাটা হাইব্রিড ইকুয়িটি ফান্ড৷ টাটা হাইব্রিড ইক্যুইটি ফান্ড ৮ অক্টোবর, ১৯৯৫ সালে লঞ্চ হয়৷ এর মানে ২৮ বছর ৫ মাস আগে। এই মেয়াদে, স্কিমটি বিভিন্ন হারে রিটার্ন দিয়েছে। উদাহরণস্বরূপ, গত এক বছরে, স্কিমটি ২৫.০৮ শতাংশ রিটার্ন প্রদান করেছে, যার অর্থ যদি একজন বিনিয়োগকারী যদি এই স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে তা বেড়ে ১.২৫ লক্ষ হয়ে যায়৷
একইভাবে, স্কিমটি ৩ বছরের মেয়াদে ১৫.৬২ শতাংশ বার্ষিক রিটার্ন দিয়েছে। এর মানে যদি কেউ এই স্কিমে ১ লাখ বিনিয়োগ করে থাকে, তাহলে তিন বছরের মধ্যে তা বেড়ে ১.৫৪ লাখ হয়ে যেত। এবার আস্তে আস্তে বুঝুন কীভাবে এই ১ লাখই এখন ৪১ লক্ষ হল৷ হিসেব অনুযায়ী ২০ বছরের সময়ের মধ্যে, এক লাখের বিনিয়োগ ১২.৩ গুণ বেড়েছে। আর যারা ১৯৯৫ সালে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন সেটাই এখন হয়ে ৪১ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৪১.৮২ লক্ষ৷ তবে হ্যাঁ এটাও মনে রাখা প্রয়োজন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অতীতের রিটার্ন ভবিষ্যতের রিটার্নের নিশ্চয়তা দেয় না৷ এই প্রতিবেদন কোনও ভাবেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পক্ষে বা বিপক্ষে কোনও মতামত প্রকাশ করছে না৷
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে অবশ্যই অর্থনৈতিক লক্ষ্য নির্দিষ্ট করা জরুরি৷ আপনি চাইলে মাসে মাসে কিংবা বছরে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবেন৷ কীভাবে করবেন, সবই জানিয়ে দেনেব মিউচুয়াল ফান্ড ডিস্টিবিউটার৷ বিস্তারিত জানতে এখনই ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে৷