stocks
কলকাতা: এপ্রিল মাস পড়ে গিয়েছে৷ দেশজুড়ে বাড়তে শুরু করেছে গরমের তেজ। বিভিন্ন রাজ্যে লু- এর সতর্কতাও জারি করেছে মৌসম ভবন। গরমের হাত থেকে বাঁচতে লাফিয়ে বাড়ছে এয়ার কন্ডিশনার (এসি), ফ্রিজ ও কুলারের চাহিদা৷ এসি, কুলারের দোকানে গ্রাহকদের লাইন যত বাড়ছে ততই বাড়ছে কোম্পানিগুলোর লাভ। গরম বাড়ার সঙ্গে সঙ্গে আইসক্রিমের কোম্পানিগুলোও ব্যাপক ভাবে লাভের মুখ দেখতে শুরু হয়েছে। এই অবস্থায় কোন স্টকগুলির দিকে নজর রাখবেন?
বিশেষজ্ঞদের মতে, ভোল্টাস লিমিটেড, হ্যাভেলস ইন্ডিয়া, সিম্ফনির শেয়ার হু হু করে বাড়তে চলেছে৷ এর মধ্যে হ্যাভেলস ইন্ডিয়ার স্টক সেরা পারফর্ম করতে পারে বলেই অনুমান।
ভোল্টাস- গত এক মাসে ভোল্টাসের শেয়ারের দামে দুর্দান্ত রিটার্ন মিলেছে। গত এক মাসের বিচারে এই স্টকের দাম ১৩.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ দিনে এই স্টকের দাম বেড়েছে ১২.০৭ শতাংশ৷ ১০৮৫ থেকে শেয়ারটির দাম ১২১৭ টাকায় পৌঁছেছে শেয়ারের দাম৷
হ্যাভেলস- হ্যাভেলস একটি জনপ্রিয় ইলেকট্রিক কোম্পানি। গরম বাড়ার সঙ্গে সঙ্গেই এই সংস্থার কুলার ও ফ্যানের চাহিদা লাফিয়ে বাড়তে থাকে৷ ফলে এই গরমেও হ্যাভেলসের স্টকের দাম অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। শেষ ৫ দিনে হ্যাভেলসের শেয়ারের দাম ৩.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আইসক্রিম কোম্পানি- গরমের হাত থেকে নিস্তার পেতে অনেকেই হাতে তুলে নেন আইসক্রিম৷ চাহিজা বাড়ায় এর প্রভাব পড়ে বাজারের উপরেও৷ প্রভাবিত হয় স্টকগুলিও৷ ভাদিলাল, বরুণ বেভারেজ, ইউনাইটেড ব্রিউয়ারিজ -সহ নামীদামি কোম্পানিগুলির শেয়ারের দর লাফিয়ে বাড়বে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এসব কোম্পানিগুলির শেয়ারে ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে।