গাজায় মৃত্যু বাড়ছে, এবার হত ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি সেনা

গাজায় মৃত্যু বাড়ছে, এবার হত ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি সেনা

indian origin

গাজা: ইজরায়েল এবং প্যালেস্টাইন গোষ্ঠী হামাসের সংঘাতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। দুই পক্ষের সংঘর্ষে অসংখ্য মানুষের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে। তবে শুধু আমজনতা নয়, নিহত হয়েছেন একাধিক ইজরায়েলি সেনাও। এবার আরও এক সেনার মৃত্যুর খবর সামনে এল। তিনি আবার ভারতীয় বংশোদ্ভূত। জানা গিয়েছে, দক্ষিণ ইজরায়েলের ডিয়ামোনা শহরের বাসিন্দা ২০ বছর বয়সি ওই সেনা জওয়ানের নাম হালেল সলোমন। 

ইজরায়েলের ওই শহরের মেয়র সোশ্যাল মাধ্যমে পোস্ট করে এই সেনা জওয়ানের মৃত্যুর খবর জানিয়েছেন। তাঁর কথায়, হালেল দেশের জন্য একজন নিবেদিতপ্রাণ। তাঁর মৃত্যুতে পুরো শহর শোকাহত। আপাতত যা খবর, তাতে গাজায় এ পর্যন্ত যুদ্ধে অন্তত ১১ ইজরায়েলি সেনা নিহত হয়েছেন। আর হালেল যে শহরের বাসিন্দা, সেই শহরকে ‘ছোট ভারত’ও বলা হয়। কারণ এই শহরটিতে অধিকাংশ ভারতীয় বংশোদ্ভূত ইহুদীদের বসবাস। 

প্রসঙ্গত, শেষ কয়েক সপ্তাহের হিসেবে শুধু প্যালেস্টাইনে মারা গিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। আহত ২০ হাজারেরও বেশি। এছাড়া গাজার ওয়েস্ট ব্যাংকেও নিহতের সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক! আর গাজায় গত তিন সপ্তাহে অন্তত ৩ হাজার ৩০০ শিশু প্রাণ হারিয়েছে। ইজরায়েল-হামাস যুদ্ধ যে কী ভয়ানক রূপ নিয়েছে তা আলাদা করে বলতে হবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *