কলকাতা: সন্দেশখালিকাণ্ডে রীতিমতো ঝড় ওঠে বঙ্গ রাজনীতিতে৷ তৃণমূল নেতা শাহজাহান শেখের গ্রেফতারির দাবিতে উত্তাল হয়ে ওঠে উত্তর ২৪ পরগণার এই ছোট্ট দ্বীপ৷ অবশেষে ৫৫ দিন পর গ্রেফতার হন পলাতক তৃণমূল নেতা৷ তবে গ্রেফতারের পর প্রথমদিন আদালত চত্বরে তাঁকে যে ভঙ্গিতে হাঁটতে দেখা গিয়েছিল, তা দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তাঁকে দেখে মনে হয়েছিল যেন কোনও অপরাধী নন, ছবির হিরো হেঁটে যাচ্ছেন৷ যে ভঙ্গিমায় তিনি তর্জনী তুলেছিলেন, তাতে ধরা পড়ে তাঁর বিশাল ঔদ্ধত্য৷ সিআইডি সূত্রের দাবি, বৃহস্পতিবার রাত পর্যন্তও সেই ঔদ্ধত্য বজায় ছিল শাহজাহানের চরিত্রে। সিআইডির হেফাজতে তদন্তকারী অফিসারদের প্রশ্নের জবাবে তাঁর মুখভঙ্গি বুঝিয়েছে, পুলিশের উঁচুস্তরের কর্তাদের সামনে বসতেই তিনি অভ্যস্ত। বাকিরা তাঁর কাছে ‘চুনোপুঁটি’। তবে লাগাতার জেরার মুখে ভাঙতে শুরু করেছেন সন্দেশখালির ‘বাঘ’৷ একদিকে দল তাঁকে ছেঁটে ফেলেছে, অন্যদিকে, সিআইডি কর্তাদের চোখা চোখা প্রশ্নবাণে আর পাঁচজন অভিযুক্তের মতোই বিধ্বস্ত হয়ে পড়েছেন শাহজাহান৷ শুক্রবার সকালের পর থেকেই বরফ গলতে শুরু করে৷ তেমনটাই জানাচ্ছে ভবানী ভবন৷
প্রাথমিক ঔদ্ধত্য উধাও, সিআইডি কর্তাদের প্রশ্নবাণে ভাঙতে শুরু করেছেন শাহজাহান
প্রাথমিক ঔদ্ধত্য উধাও, সিআইডি কর্তাদের প্রশ্নবাণে ভাঙতে শুরু করেছেন শাহজাহান