কৌরবরা ছিলেন টেস্টটিউব বেবি। হাজার হাজার বছর আগে গাইডেড মিসাইলের ব্যবহার জানতে। এমন অভিনব তত্ত্ব জানিয়েছেন, তিনি যে কেউ নন, অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি নাগেশ্বর রাও।
শুক্রবার বিজ্ঞান কংগ্রেস তিনি এই কথা জানান। তাঁর আরও উপলব্ধি, দশাবতার আসলে হল বিবর্তনের ধাপ, যা চার্লস ডারউইনের বিবর্তনের তত্ত্বের বহু আগে ভারত জেনেছে। রাম অস্ত্র এবং শস্ত্র ব্যবহার করতেন, বিষ্ণুর ছিল সুদর্শন চক্র, যা শত্রুকে আঘাত করে ফিরে আসত। তার মানে তখনই গাইডেড বা নিয়ন্ত্রিত মিসাইলের ব্যবহার জানতেন তারা। উপাচার্যের মন্তব্য, বোঝাই যাচ্ছে এসব ভারত জানত পুরাকালেই। তাঁর আরও বক্তব্য, রাবণের ১৪টি পুষ্পক বিমান ছিল। লঙ্কায় ছিল রাবণের একাধিক বিমানবন্দর।